শেখ নিজাম আলমঃ জেলায় করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায় পুরসা হাসপাতালে লালা পরীক্ষা চলছে আজ ২০ দিন ধরে। গত ১৯ শে মে থেকে শুরু হয়েছে এই লালা পরীক্ষা। প্রতিদিন প্রচুর পেসেন্টকে এখানে চিকিৎসা করতে হয়। তিনটি ব্লক তথা গলসি- ১,গলসি-২ এবং আউসগ্রাম ২ ব্লকের পারিযায়ী শ্রমিকদের এই লালা পরীক্ষা করা হচ্ছে। তিনটি ব্লকের এত মানুষের পরিষেবার ব্যাবস্থা একমাত্র এই হাসপাতালেই করা হয়েছে। তাই প্রতিদিনই ভীড় হচ্ছে প্রচুর। কোনদিন ৯৬ জন,কোনদিন৬৫জন আবার কোনদিন ৫৬ জন এইভাবে তিনটি ব্লকের লালা পরীক্ষায় ব্যাস্ত চিকিৎসকরা। জাতীয় সড়ক সংলগ্ন এই হাসপাতালের পরিষেবা সুনাম অর্জন করেন স্বয়ং সি.এম.ও.এইচ. প্রণব মুখোপাধ্যায়।
পূর্ববর্তী পোস্ট