25/04/2024 : 6:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

আদিবাসী পাড়ার রাস্তার দাবিতে, ধান রোপণ করে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৩১ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতারের আমারুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমারুন গ্রামের আদিবাসী রাস্তার বেহাল দশা। বারবার গ্রাম পঞ্চায়েত কে জানিও কোন ফল হয়নি।
আজ বাধ্য হয়ে আদিবাসী মহিলারা রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানালেন।
তাদের দাবি বারবার বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও লাভ হয়নি।

গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক ভট্টাচার্য জানান, বিগত ২০১৩ সালের গ্রাম পঞ্চায়েত পাঁচ বছরের মধ্যে চার বছর বন্ধ ছিল । ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস ওই গ্রাম পঞ্চায়েতে আসে।এই দু বছরে আমরা প্রত্যেকটা গ্রামে একটি করে পাকা রাস্তা তৈরি করেছি। আমারুন গ্রামে ওই আদিবাসী পাড়া রাস্তা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ।লকডাউন এর জন্য একটু বিলম্ব হচ্ছে। আশা করছি সেপ্টেম্বর মাসে ওই রাস্তার কাজ শুরু হবে।
ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Related posts

নবম- দশমের ফল মিলিয়ে মাধ্যমিকের রেজাল্টঃ মধ্যশিক্ষা পর্ষদ

E Zero Point

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

গণধর্ষণের প্রতিবাদে কালনায় তৃণমূলের প্রতিবাদ সভা

E Zero Point

মতামত দিন