জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৩ ডিসেম্বর ২০২২:
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত দেনুর গ্রামে এক ক্ষেতমজুরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে । মৃত ব্যক্তির নাম বিকাশ মেটে বয়স আনুমানিক ৪৬ বছর। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যা নাগাদ দেনুর গ্রাম সংলগ্ন মাঠে একটি বৈদ্যুতিক পোলে তার ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকার মানুষজন।
এলাকাবাসীরা তড়িঘড়ি দেহ উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বিকাশ মেটের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায় সোমবার বিকেল তিনটা নাগাদ মাঠে যাওয়ার নামে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন ওএলাকার লোকজন তাকে খুঁজতে গিয়ে মাঠে সাবমার্সিবেল বৈদ্যুতিক পোলের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।