28/03/2024 : 4:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিঃ মেমারিতে বর্ণাঢ্য পদযাত্রা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ ও এম. কে. হিমু, মেমারি, ১৩ ডিসেম্বর ২০২২:


১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয় মেমারি শহরে প্রথম শুধুমাত্র মেয়েদের স্কুল মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়। সেইসময় মেমারি শহর তথা আসে পাশের গ্রামের মেয়েদের জন্য একমাত্র স্কুল।

বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় রসিকলাল বিষয়ী প্রতিষ্ঠিত মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের এবছর ৭৫ বছর পূর্তি।

মঙ্গলবার মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য পদযাত্রা হয়। পদযাত্রার শুরুর আগে স্কুল প্রতিষ্ঠাতা স্বর্গীয় রসিকলাল বিষয়ীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী।

পদযাত্রা মেমারি শহর পরিক্রমা করে এবং মেমারি পৌরসভার সামনে ও নতুন বাসষ্ট্যান্ডে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী জানান, পদযাত্রায় সামিল হয় স্কুলের সকল ছাত্রীসহ শিক্ষিকা, শিক্ষাকর্মী বর্তমান ও কিছু প্রাক্তণ ছাত্রী। ৭৫ বছর পূর্তির মূল অনুষ্ঠান আগামী ১৯-২০ ডিসেম্বর পালিত হবে স্কুল প্রাঙ্গনের নতুন মঞ্চে।

 

Related posts

বর্ধমানে তৃণমূলের নেতা খোকন দাসের সাংবাদিক সম্মেলন

E Zero Point

আল-আমিন মিশনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগ মেমারিতে

E Zero Point

স্টুডেন্ট ক্রেডিট কার্ডঃ বিপাকে কালনার ছাত্র

E Zero Point

মতামত দিন