24/03/2023 : 10:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ছট পূজা কমিটির উদ্যোগে ইফতারের আয়োজন

জিরো পয়েন্ট নিউজ, মেমারি,  ১ মে ২০২২:


রমজান মাসে প্রায় শেষের দিকে, কয়েকদিন পরেই আসছে খুশির ঈদ। শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে মেমারি কৃষ্ণ বাজার ছট পূজা কমিটির উদ্যোগে মেমারি হিন্দি জনতা স্কুলে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় । এই ইফতার পার্টিতে মুসলিম সম্প্রদায়ের প্রায় দেড়শ’ জন উপস্থিত হয়ে ইফতারের মধ্য দিয়ে ও মুসলিম রীতি অনুযায়ী দোয়া পাঠ, আযানের সাথে এ দিনের রোজা সমাপ্ত করেন।

মেমারি কৃষ্ণ বাজার ছট পূজা কমিটির উদ্যোগে এই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেল মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাঃ চিরঞ্জিব ঘোষ, সমাজসেবী শুভেন্দু গুহ, অজিত সিং, ফারুক আব্দুল্লাহও যার প্রচেষ্টায় এই কর্মসূচি সেই ছট পুজো কমিটির সভাপতি মুকেশ শর্মা সহ অন্যান্য সদস্যবৃন্দ কে।

মেমারি কৃষ্ণ বাজার ছট পূজা কমিটির পক্ষ থেকে মুসলিম ধর্মালম্বীদের ইফতার পার্টির আয়োজন করে মেমারিতে আবারো মনে করিয়ে দিল যে “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ।”

Related posts

প্লাসটিক বন্ধ করতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চেয়ারম্যানের প্রচার

E Zero Point

নতুন শিক্ষা নীতি বাস্তবায়ন

E Zero Point

তৃনমূলের বঙ্গধ্বনি যাত্রার মহা মিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন