28/05/2023 : 6:50 PM
আমার বাংলাগলসিপূর্ব বর্ধমান

গলসি বিদ্যুৎ দপ্তরে কংগ্রেসের ডেপুটেশন

শেখ নিজাম আলমঃ  সারা ভারত ব্যাপি, করোনা সংকটের আবহে, সরকার ঘোষিত দীর্ঘ লক-ডাউনের ফলে, সাধারণ মানুষের কোনো রোজগার নেই, সাধারণ মানুষ নিদারুণ অর্থ কষ্টে ভুগছে, তাই ভারতের জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে, সারা ভারত জুড়ে, গত তিন মাস বিদ্যুৎ বিল মকুব এর দাবীতে, সমস্ত বিদ্যুৎ অফিসে, ধর্না ও ডেপুটেশন প্রদান করা হলো।
এবং যে সমস্ত গ্রাহক নিজেরা অভুক্ত থেকে, সঠিক সময়ে বিদ্যুতের বিল পরিশোধ করেছে, আগামী দিনে তাদের প্রদেয় টাকা এডজাস্ট করার দাবীও করা হলো।
পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কংগ্রেসের কো অর্ডিনেটর ডালিম মণ্ডলের নেতৃত্বে গলসী বিদ্যুৎ সরবরাহের অফিসে স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাসের কাছে ডেপুটেশন করা হলো।

Related posts

ভাতারের আমবোনাই গাড়ি অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার

E Zero Point

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার মেমারির যুবক

E Zero Point

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

E Zero Point

মতামত দিন