28/05/2023 : 7:13 PM
খণ্ডঘোষদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নৃশংস ভাবে খুন হওয়া তৃণমূল কর্মী সেখ ইউসুফ স্মরণসভা খন্ডঘোষে

শেখ নিজাম আলমঃ  পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গুইর গ্রামের তৃণমূল কর্মী সেখ ইউসুফ ২০০৮ সালে আজকের দিনে নৃশংস ভাবে খুন হয় । আজ শহীদ সেখ ইউসুফের এক স্মরণসভার আয়োজন করা হয় কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । উক্ত সভায় উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্যামল দত্ত, কৈয়র অঞ্চলের উপপ্রধান শাহজাহান মন্ডল সহ কৈয়র অঞ্চল তৃণমূল নেতৃত্ব। সামাজিক দূরত্ব মেনে, স্বাস্থ্যসম্মত বিধিকে মান্যতা দিয়েই স্মরণ সভাটি অনুষ্ঠিত হয় । সভা শেষে শহীদ সেখ ইউসুফের প্রতিকৃতিতে মাল্য দান করার মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Related posts

কৃষিবিল প্রত‍্যাহারের দাবিতে মেমারিতে তৃণমূলের মহামিছিল

E Zero Point

হিমঘরের বিষাক্ত গ্যাস টিউব ফেটে গুরুতর অসুস্থ দশজন মঙ্গলকোটে

E Zero Point

আসানসোলে উন্নয়ন মুলক কাজের উদ্বোধনে মন্ত্রী

E Zero Point

মতামত দিন