01/10/2023 : 12:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পাণ্ডুয়াতে ইটাচুনা চক্রের সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিলে ও আইএফএ ট্যাবলেট বিলি

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে সারাদেশে লকডাউন শুরু হয়েছে। ফলে নিয়মমতো বিদ্যালয় গুলো বন্ধ হয়ে গেছে। এর ফল স্বরূপ একদিকে যেমন পঠন-পাঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ের মধ্যন্য কালীন আহার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তাই সরকারি নির্দেশে লকডাউন এর শুরু থেকেই মিড ডে মিল এর চাল ও আলু ছাত্র-ছাত্রীদের বাড়িতে দিয়ে দেওয়া হচ্ছে । এর অন্যথা ঘটলো না এ মাসেও।

হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া ব্লকের ইটাচুনা চক্রের সব বিদ্যালয়ে গত ৮ ই জুন সোমবার থেকে নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী শুরু হল ২ কেজি চাল ও ২কেজি আলু বিতরণ। এর সাথে এ মাসের যুক্ত হয়েছে I.F.A ট্যাবলেট বিলি। প্রসঙ্গত উল্লেখ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন আয়রন ট্যাবলেট খাওয়ানো হয়। লকডাউন এর কারণে বিদ্যালয় বন্ধ থাকায় এই কর্মসূচি ব্যাহত হচ্ছিল। তাই সরকারি নির্দেশে এবারে মিড ডে মিলের চালা আলু বিতরণের সঙ্গেই, আয়রন ট্যাবলেট গুলিও দিয়ে দেওয়া হল।

Related posts

সরিষা বীজ এবং ঔষধ বিতরণ জামালপুরে

E Zero Point

সাতগেছিয়া বাজারে তৃণমূলের প্রতিবাদ মিছিল

E Zero Point

যুবদের সভা কালনায়

E Zero Point

মতামত দিন