স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ গত ৮ই জুন,সোমবার হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজ,রেশন কার্ড,ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি সহ, আরো কিছু এলাকার স্থানীয় সমস্যা নিয়ে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভার নেতৃত্বে পাণ্ডুয়া পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়া হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে এলাকার বিধায়ক আমজাদ হোসেন সহ অন্যান্য বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই বিক্ষোভ সম্পর্কে কমরেড জয়দেব ঘোষ জানান বর্তমান করোনা আবহে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, অল্প সংখ্যক জমায়াতের মাধ্যমে আমরা আজ ডেপুটেশন দিয়ে গেলাম। আগামীতে সমস্যার সমাধান না হলে সংগঠন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
পূর্ববর্তী পোস্ট