07/12/2022 : 9:16 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

আজ বিজেপির ভার্চুয়াল জনসভা, বৈঁচিতে প্রাক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, বৈঁচিঃ গতকাল ৮ই জুন, হুগলী জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত বৈঁচি গ্রামে ভারতীয় জনতা পার্টি আজকের অমিত শাহর ভার্চুয়াল জনসভার প্রস্তুতি স্বরূপ একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি পার্থ শর্মা, মন্ডল সভাপতি হীরালাল চক্রবর্তী,জেলা নেতৃত্ব পার্থ ভট্টাচার্য, অন্যান্য আরো নেতৃত্ব ও কর্মীবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য এই জনসভা সম্পর্কে হুগলি জেলার সহ-সভাপতি পার্থ শর্মা আমাদের প্রতিনিধিকে বলেন সারা ভারতবর্ষে এই প্রথম কোন রাজনৈতিক দল এরকম জনসভার আয়োজন করছেন যা একসঙ্গে এত বিশাল সংখ্যক লোক শুনবেন দেখবেন। ভারতীয় জনতা পার্টির ফেসবুক পেজে এই জনসভা সরাসরি দেখা যাবে, অথবা ৯৩৪৫০১৪৫০১ এই নম্বরে ফোন করলে লাইভ শোনা যাবে।

Related posts

হঠাৎ মঙ্গলকোটের পুরাতন হাট গ্রামে আগুন

E Zero Point

বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী নিখোঁজ- ফেসবুকে পোষ্ট ভাইরাল

E Zero Point

ছবিতে দেখুন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা টাকা ও গহনা

E Zero Point

মতামত দিন