01/05/2024 : 2:13 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রেল-হকার উচ্ছেদ করার প্রতিবাদে বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৩০ অগাস্ট ২০২০:


রেল হকারাদের উচ্ছেদ করার প্রতিবাদে রবিবার   কালনা রেল স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে  রেল হকাররা। সিটু অনুমোদিত রেল হকার ইউনিয়নের উদ্যোগে  এদিনের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন– শ্রমিক নেতা অরুণাভ চক্রবর্তী, সঞ্জিত মুখার্জি, হারু ঘোষ, পাঁচু মোহন্ত প্রমুখ। বক্তারা বলেন– লকডাউনের পর থেকেই ট্রেন বন্ধ থাকায় সমস্ত রেল হকাররা পাঁচ মাস  কাজ হারিয়েছেন।   ট্রেন চালু হওয়ার আশায়  বহুকষ্টে দিনযাপন করছেন তারা।  কিন্তু রেল দপ্তরের খবর অনুযায়ী সেপ্টেম্বর থেকেই ট্রেন চলবে।  তাতে রেল হকারদের ট্রেনে উঠতেই দেওয়া হবে না।   গরিব মানুষের হাতের কাজ কেড়ে নিয়ে  পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্যইএই  নিয়ম। কিন্তু রেল হকারদের মতো শ্রমজীবী মানুষদের মুখের ভাত কেড়ে নিয়ে এই নিয়ম চলবে না। তাঁদের মুখে ভাতের ব্যবস্থা করতে হবে।    রেল হকাররা যাতে নিজের কাজে ফিরতে পারে তার ব্যবস্থা করতে হবে।  বেসরকারিকরন করে রেলহকারদের মতো গরিব মানুষের জীবিকা বন্ধ করে দিয়ে পুঁজিপতিদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া যাবে না।  এই অবস্থায় আমাদের সুনির্দিষ্ট দাবী গুলি হল— গরীব রেল হকারদের কাছ থেকে ব্যবসা কেড়ে নিয়ে পুঁজিপতিদের হাতে ব্যবসা তুলে দেওয়া যাবে না। ট্রেন চলতে শুরু করলে রেল হকারদের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে হকারি করতে দিতে হবে।  রেল হকারদের রেল কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্স প্রদান করতে হবে। প্রকৃত বিকল্প ব্যবস্থা ব্যতিত রেল হকারদের উচ্ছেদ করা যাবে না।  এদিন রেল হকারদের একটি প্রতিনিধি দল  কালনা রেল স্টেশন ম্যানেজারকে উল্লেখিত দাবি সম্মিলিত  একটি স্মারকলিপি জমা দেন।

Related posts

মেমারির পরশপাথরের উষ্ণতার পরশ

E Zero Point

ব‍র্ধমানে ক্ষুদিরামপল্লী স্পোর্টিং ক্লাবের রক্তদান শিবির

E Zero Point

সান্তাক্লজ হাজির বর্ধমানের বিভিন্ন প্রান্তে

E Zero Point

মতামত দিন