29/03/2024 : 6:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

ধর্মরাজের গাজন উৎসব মন্তেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর,  ১৫ জুন ২০২২:


ধর্মরাজের গাজন উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠল মন্তেশ্বরের ধেনুয়া গ্রামের ভক্ত মানুষজন। কয়েক শো বছরের প্রাচীন এই পূজো,এই পুজো চলছে পাঁচদিন ধরে। মঙ্গলবার তার শেষ দিন ও মূল পুজো নিয়মকানুন ও রীতিনীতি মেনে চলা এই পুজোয় এইবছর ২১০ জন গাজনের সন্ন্যাসী হয়েছেন বলে জানা গিয়েছে উদ্যোক্তা তাদের পক্ষ থেকে।


পুজোকে কেন্দ্র করে কামান, হব্যিষি, ফল, ভাঁড়ার নিয়ে নাচের মত বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি থাকে বাবা ধর্মরাজের গাজন উৎসব উপলক্ষে। এছাড়াও এই পুজোয় বলিদান প্রথাও রয়েছে। পুজোকে কেন্দ্র করে কয়েক শো ছাগবলিও হয় বল জানান পুজোর দায়িত্বে থাকা সেবাইতরা।


এই পুজোয় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে যা চোখে পড়ার মতো, এই পুজোয় গ্রামে আট থেকে আশি সকল স্তরের মানুষ আনন্দে মাতোয়ারা।

Related posts

শিক্ষক সংবর্ধনা মগরার ত্রিবেণীতে

E Zero Point

মরশুমি বর্ষা এসে যাওয়ায় কালনার তিল চাষীরা ক্ষতির সম্মুখীন

E Zero Point

বাৎসরিক শ্রীশ্রী বাবা বুড়ো রাজ পুজো

E Zero Point

মতামত দিন