25/04/2024 : 9:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

কৃষক খেতমজুর পরিবারের পড়ুয়াদের ভবিষ্যৎ-নির্মান সংগ্রামের সাথী জয় কিষান আন্দোলন

জিরো পয়েন্ট নিউজ, হুগলি,  ১৫ জুন ২০২২:


হুগলী জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা সারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের কৃষক পরিবারের ছাত্রী উপাসনা দাস ও তন্দ্রা দাস এবং রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের খেতমজুর পরিবারের ছাত্র শিভম হেমব্রম, এই তিন কৃতি শিক্ষার্থীর আগামী শিক্ষাজীবনে লড়াইয়ের সাথী হল জয় কিষান আন্দোলন। অর্থনৈতিক-সামাজিক বৈষম্যের কারণে যাতে এই কৃতি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় এবং যাতে সব শিক্ষার্থীর সমান উচ্চশিক্ষার অধিকারের নীতি কার্যকরী করা যায়, জয় কিষান আন্দোলন উপাসনা, তন্দ্রা ও শিভমের আগামী উচ্চশিক্ষার সব রকম দায়িত্ব নিয়েছে।

আজ পান্ডুয়া ব্লকের খন্ন্যান মুলটি মোড় অবস্থিত আচার্য প্রফুল্ল চন্দ্র রায় অবৈতনিক শিক্ষা কেন্দ্রে কৃতি ছাত্র-ছাত্রীদের এক বর্ণাঢ্য সংবর্ধনা সভায় জয় কিষান আন্দোলনের হুগলী জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি যোগ দিয়ে বলেন: “উচ্চমাধ্যমিক পাশ করার পরে এরা তিনজন যা লেখাপড়া করতে চাইবে তার আর্থিক সমর্থনের ব্যবস্থা জয় কিষান আন্দোলন রাজ্যব্যাপী চাঁদা তুলে করবে। কৃষক-খেতমজুর ঘরের ছাত্র-ছাত্রীরা যাতে সর্বোচ্চস্তরের শিক্ষা পেতে পারে তার জন্য জয় কিষান আন্দোলন অঙ্গীকারবদ্ধ।”

Related posts

বিদায় বেলায় বিষাদের সুর… মেমারির বিবেকানন্দ ইয়ংস কর্ণারে

E Zero Point

নদী পারাপার করতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি

E Zero Point

মেমারি হাসপাতাল পরিদর্শনে বিধায়ক

E Zero Point

মতামত দিন