29/03/2024 : 6:54 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যুবদের স্মারকলিপি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৬ অগস্ট ২০২০:


ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালনা-১ আঞ্চলিক কমিটির উদ্যোগে বৃস্পতিবার কালনা-১ ব্লক স্বাস্থ্যকেন্দ্র মধুপুরে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়। এই স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ শেখ নুরুল হাসানের হাতে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয় যুবদের একটি প্রতিনিধি দল। দাবিগুলো হলো করোনা আবহে সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নত করতে হবে।  করোনা চিকিৎসায় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। করোনার পরীক্ষা বৃদ্ধি করতে হবে।  প্রতিটি বিধানসভায় কোভিড হাসপাতাল এবং আইসোলেশন তথা কোয়ারান্টিন সেন্টার চালু করতে হবে। এই দাবিগুলোর সমর্থনে হাসপাতাল গেটে অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন– যুবনেতা হালিম শেখ, বিশ্বজিৎ কর্মকার, সুভাষ সরকার প্রমুখ।

Related posts

মেমারিতে ১০ লাখ টাকার জমির জন্য ২ লাখ টাকা!!! গ্যাস কোম্পানী থেকে ন্যায্য মূল্য পাচ্ছে না চাষীরা, অভিযোগ

E Zero Point

মন্তেশ্বর পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন

E Zero Point

পূর্ব বর্ধমানে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাঃ মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

মতামত দিন