01/12/2023 : 9:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দহন মেমারিতে

নূর আহমেদঃ মার্কিন সাম্রাজ্যবাদীর বর্ণবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সিপিআইএম ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে সিআইটিইউ ও গণসংগঠনকে নিয়ে মেমারি জিটিরোড সিটু অফিস থেকে একটি মিছিল শুরু হয়ে চকদিঘী মোড় হয়ে অভিযান সংঘের সামনে থেকে ঘুরে এসে জিটিরোডের রাস্তার পাশে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।
সেখানে বক্তব্য রাখেন সিটু নেতা পীযুষ বিশ্বাস। তিনি বলেন যে, সাম্প্রতিক একটি ঘটনায় আমেরিকা প্রেসিডেন্টের বর্ণবিদ্বেষী আচরণ সভ‍্য সমাজে লজ্জা জনক ঘটনা। তারই প্রতিবাদে কিছুক্ষন রাস্তা অবরোধ করে আজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দহন করা হল।

প্রসঙ্গগত উল্লেখ্য আমেরিকার মিনিয়াপোলিসে প্রকাশ্য রাস্তায়  একজন শ্বেতাঙ্গ পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে নৃশংসভাবে হত্যা করে |  মাটিতে ফেলে  তাঁর ঘাড় হাঁটু দিয়ে নিঃশ্বাস রুদ্ধ করে মারা হয় | ফ্লয়েডের অর্তি ছিল প্লিজ আমাকে মারবেন না |  গত ২৫ শে মে এই ঘটনার পর বিশ্ব জুড়ে উত্তাল আন্দোলন শুরু হয়েছে |

মার্কিন সাম্রাজ্যবাদীর বর্ণবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দহন

Zero Point- জিরো পয়েন্ট ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಜೂನ್ 8, 2020

Related posts

কমরেড অশোক ব্যানার্জ্জীর স্মরণসভা মেমারিতে

E Zero Point

নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় শিক্ষক মন্ডলী

E Zero Point

মহিলারা কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে যোগাযোগ করুনঃ বিধায়ক

E Zero Point

মতামত দিন