07/12/2022 : 7:58 AM
BREAKING NEWS
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের জনতার রান্নাঘর বসিরহাটে

নিজস্ব সংবাদদাতা, বসিরহাটঃ আমফান ঝড়ে ঘর ভেঙেছে, পাশাপাশি বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকে পড়েছে ঘরের মাঝে। সব দিক থেকে খুব খারাপ অবস্থায় রয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ সুন্দরবন লাগোয়া পুরো এলাকাটাই। ওদের একটা বড় অংশ ঠাঁই নিয়েছে ত্রাণশিবিরে।ভরা কোটাল এর পর জল নামতে শুরু করলে অনেকেই ঘরমুখী। কিন্তু দুবেলা খাবার মতো ব্যবস্থা তাদের নেই।আজ হাসনাবাদের খাঁপুকুরের বৈদ্যপাড়ায় প্রায় এক হাজার মানুষের মুখে অন্ন তুলে দিল ডিওয়াইএফআই ও এসএফআইয়ের গোবরডাঙ্গা হাবরা গ্রামীণ ১ লোকাল কমিটির বর্তমান ও প্রাক্তন নেতৃত্ব।আজকের মেনুতে ছিল ডাল, ভাত, ডিম, সয়াবিন, তরকারি। আজকের জনতার রান্নাঘরে বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র ও যুব আন্দোলনের নেতৃত্ব বাপি রায়, দেবাশীষ, দাস অভিক দাস,অরূপ কর্মকার, বিপ্লব দাস।প্রাক্তন নেতৃত্ব অসীম দেবনাথ পবিত্র মন্ডল কিশোর মিত্র প্রমুখ।সমস্ত প্রক্রিয়া তদারকিতে ছিলেন উত্তর ২৪ পরগনা যুব আন্দোলনের প্রাক্তন শীর্ষ নেতৃত্ব শ্রীদীপ রায়চৌধুরী।

Related posts

মেমারি পৌরসভার ১৩ ও ১৪ নং ওয়ার্ডে স্বাধীনতা দিবস উদযাপন

E Zero Point

মেমারি পঞ্চায়েত সমিতি প্রাঙ্গনে সুভাষ উৎসব

E Zero Point

প্রকৃত আমফান ক্ষতিগ্রস্তদের নাম তালিকায় না আসার অভিযোগে বিজেপির ডেপুটেশন ভাতারে

E Zero Point

মতামত দিন