05/02/2023 : 7:05 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মোদীর কুশপুত্তলি পোড়াল সিপিআইএম গলসীতে

শেখ নিজাম আলম, গলসী, ১০ জুনঃ গত ৯ জুন অমিত শাহের ভারচুয়াল মিটিং নিয়ে কালো পতাকা ও তীব্র বিক্ষোভ দেখানোর পর আজ আবার তারা পথে নামল ও মোদী সরকারের কৃষক বিরোধী বিল ও অর্ডিন্যেন্সের বিরুদ্ধে সেই বিলের ও অর্ডিন্যান্সের প্রতিলিপি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়াল সি.পি.আই.এম.- এর কৃষক সংগঠন কৃষক সভা। গলসী ২ ব্লক কমিটি গলসী বাজারের পূর্ব বাস স্টান্ডে। এ ছাড়াও একটি বিক্ষোভ সভা করেন তারা। এছাড়াও পোস্টারিং সম্মলিত সারি বদ্ধভাবে দাঁড়িয়ে থেকে স্লোগান সাউটিং করেন। এদিনে বিক্ষোভ সভায় প্রধান বক্তা ছিলেন কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমঃ সৈয়দ হোসেন।

এছাড়াও গলসি ১ নং ব্লকেওপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা পোড়ানো হয় সিপিএমের পক্ষ থেকে।

Related posts

কালনার শীর্ষেন্দুশেখর সাহা উচ্চ মাধ্যমিকে ৪৯৭

E Zero Point

৭৫ তম স্বাধীনতা দিবস পালন বর্ধমানে

E Zero Point

আনলক-১ -এ বর্ধমান শহরের রাস্তায় বাস ও টটো দৌড়ালো

E Zero Point

মতামত দিন