কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৮
আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771 নাম্বারে পাঠাতে হবে।
আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।
নিয়মাবলীঃ
১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে
ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771
সাপ্তাহিক কুইজ বিজেতা সোনালী কাবাসীকে শুভেচ্ছা স্বরুপ ১০১/- টাকা দেওয়া হল।
কুইজ প্রতিযোগিতা-১৭- উত্তর
প্রশ্নঃ ঋতুপর্ণ ঘোষ ১৯৯৭ থেকে ২০০৪ সাল অব্দি কোন বাংলা ফিল্ম ম্যাগাজিনের সম্পাদক ছিলেন?
উত্তরঃ আনন্দলোক
সঠিক উত্তরদাতা
সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।
কুইজের খোঁজ খবর-১৮
আজ বিশ্ব তামাক বিরোধী দিবস। WHO-এর তরফে সরকারি ভাবে যে আটটি বিশ্ব জনস্বাস্থ্য সচেতনতা প্রচার দিবস আছে, তার মধ্যে এটি অন্যতম। তামাক ব্যবহারের বিপদ, আসক্তি তৈরির জন্য তামাক কম্পানীগুলির ব্যবসায়িক কৌশল, WHO-এর তামাকজনিত মহামারীর বিরুদ্ধে লড়াই ও বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্হ রাখার জন্য মানুষের করণীয় বিধি সম্পর্কে এই দিনে প্রচার করা হয়।
আজকের বিষয়ঃ বিশ্ব তামাক বিরোধী দিবস
১। সিগারেটে টান দেওয়ার কত সেকেন্ড পর নিকোটিন মস্তিষ্কে পৌঁছায়?
– আট সেকেন্ড
২। সিগারেটের ধোঁয়ায় কত ধরনের রাসায়নিক পদার্থ থাকে?
– চার হাজারের বেশি
৩। বিবিধ প্রকার তামাকজাত দ্রব্যের কারণে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় আশি লাখ মানুষ মারা যান। পরোক্ষ ধূমপান (Passive smoking/Second hand smoking) এর কারণে প্রতি বছর গড়ে কতজন অধূমপায়ী মারা যান?
– বারো লাখ
৪। সিগারেটের দহনে কত তাপ তৈরী হয়?
– ১০০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৫। COPD বর্তমানে অন্যতম সর্বাধিক ব্যাপ্ত ফুসফুস রোগ যার কারণে মৃত্যুহারও অনেক বেশি। ধূমপায়ীদের মধ্যে কত শতাংশ এই রোগে আক্রান্ত হন?
– ৫০ শতাংশ
৬। ক্যানসার রোগে মোট মৃত্যুর কত ভাগ ধূমপানজনিত কারণে হয়?
– এক তৃতীয়াংশ
৭। ৪০ বছর বয়সের আগে ধূমপানের অভ্যেস ত্যাগ করলে ধূমপানজনিত রোগে মৃত্যুর ঝুঁকি কত শতাংশ কমে যায়?
– ৯০ শতাংশ
৮। WHO- এর উদ্যোগে কবে থেকে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন শুরু হয়?
– ১৯৮৭ সালে World Health Assembly-তে ৭ই এপ্রিল ১৯৮৮ তারিখে A world no-smoking day পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৮৮ সালের World Health Assembly-তে ৩১শে মে দিনটি প্রতি বছর বিশ্ব তামাক বিরোধী দিবস হিসাবে পালন করা হবে বলে স্থির হয়।
৯। তামাকের প্রতি আকর্ষণ কমাতে ২০১৬ সালে বিশ্ব তামাক বিরোধী দিবসের থিম ছিল – Get ready for plain packaging। তার অনেক আগেই প্রথম কোন দেশ তামাকজাত দ্রব্যের জন্য সাধারণ প্যাকেজিং-এর নিয়ম বলবৎ করে?
– অস্ট্রেলিয়া, ২০১২ সালে
১০। কত সালে WHO বিশ্বব্যাপী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা জারি করার সুপারিশ করে?
– ২০০৮
কুইজ প্রতিযোগিতা-১৮
পাঠকের জন্য প্রশ্নঃ
COPD-র পুরো কথা কি?
সঞ্চালকঃ অপূর্ব কুমার সু