11/12/2024 : 8:02 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

শুক্রবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৭ (অষ্টম সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৪৭

আজকের বিষয়ঃ শুক্রবারের পাঁচমিশালি

১। ভারতে হারমোনিয়াম কোন বিদেশিরা নিয়ে আসেন?
– ফরাসীরা

২। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সংখ্যক পিরামিড কোন দেশে আছে?
– সুদান

৩। বাংলায় লিখতে লিখতে কোনো কথা বাদ পড়ে গেলে আমরা নীচে একটা চিহ্ন দিয়ে উপরে কথাটা লিখে দিই। সেই চিহ্নটিকে কি বলে?
– কাকপদ

৪। Love apple কাকে বলে?
– টমেটো (Solanum lycopersicum)

৫। ‘শোলে’ সিনেমায় ডাকু গব্বর সিং-এর বাবার নাম কি?
– হরি সিং

৬। পথের পাঁচালি সিনেমায় সর্বজয়ার চরিত্রে কে অভিনয় করেন?
– করুণা বন্দ্যোপাধ্যায়

৭। ‘জিন্দাবাদ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
– উর্দু

৮। ‘বচ্চন’ অমিতাভের আসল পদবী নয়, এটি তাঁর বাবা লেখার সময় ছদ্মনাম হিসাবে ব্যবহার করতেন। আসল পদবী কি?
– শ্রীবাস্তব

৯। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরাজী ভাষান্তরিত সংস্করণ Gitanjali: Song Offerings’-এর Introduction কে লিখে ছিলেন?
– William Butler Yeats

১০। তারাপীঠ কোন সাধকের জন্য বিখ্যাত?
– সাধক বামাখ্যাপা


পাঠকের জন্য প্রশ্নঃ


বায়স কোন প্রাণীকে বলা হয়?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition.


কুইজ প্রতিযোগিতা-৪৬- উত্তর


প্রশ্নঃ কোন পুজোর আগের দিন চোদ্দো শাক খাওয়ার রীতি প্রচলিত আছে?
উত্তরঃ -কালীপুজো

সঠিক উত্তরদাতা




সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


 

 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী সোনালী সেন কাবাসি

E Zero Point

আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন

E Zero Point

মতামত দিন