আমিরুল ইসলামঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন গোটা রাজ্যে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই ঘোষণামত আজ সেই নামের তালিকা প্রকাশ হলো ভাতার ব্লক অফিসে।
এরপর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তি হল তৃণমূল কংগ্রেসের আশ্রিত। প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নাম আসেনি, তারই প্রতিবাদে আজ স্মারকলিপি প্রদান করা হলো ভাতার ব্লক অফিসে।
৩৩ নম্বর মন্ডল সভাপতি রাজকুমার হাজরা জানান, আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত যে তালিকা প্রকাশ হয়েছে সেখানে অধিকাংশ মানুষই তৃণমূল কংগ্রেসের আশ্রিত লোক, তাদের প্রকৃত ক্ষতি হয়নি, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের নাম আসেনি। তাই আমরা চাই এর সঠিক তদন্ত হোক । এই দাবিতে স্মারকলিপি প্রদান করলাম।