29/03/2024 : 4:24 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

জগন্নাথদেবের রথযাত্রাঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩৫ (ষষ্ঠ সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৩৫

জগন্নাথদেবের রথযাত্রা হিন্দুদের একটি প্রধান উৎসব। এবার করোনা ভাইরাসের সংক্রমণের আাশঙ্কায় সুপ্রিম কোর্টের আদেশে পুরীর রথ বানচাল হতে বসেছিল। তবে শেষ পর্যন্ত ভক্ত সমাগম এড়িয়ে পুরীর রথের চাকা গড়াবে, এটা একটা সুখবর। আজকের কুইজে জগন্নাথদেবের রথযাত্রার খোঁজখবর থাকল।

আজকের বিষয়ঃ জগন্নাথদেবের রথযাত্রা

১। জগন্নাথদেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা কোন কোন তিথিতে হয়?
– রথযাত্রা – আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে, উল্টো রথযাত্রা – আষাঢ় মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে

২। উড়িষ্যার কোন রাজবংশের রাজা বা সদস্য রথযাত্রার সময় সোনার হাতল দেওয়া ঝাঁটা দিয়ে রাস্তা পরিস্কার করেন ও চন্দন জল ছেটান?
– গজপতি রাজবংশ

৩। জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার রথগুলির নাম কি?
– জগন্নাথদেব- নন্দীঘোষ, বলভদ্র- তালধ্বজ, সুভদ্রা- দর্পদলন

৪। পুরীর রথযাত্রায় রথগুলির উপরের অংশের বর্ণ আলাদা হয়। কোন রথে কোন বর্ণের চাঁদোয়া ব্যবহার করা হয়?
– জগন্নাথদেব- লাল-হলুদ, বলভদ্র- লাল- সবুজ/ নীলচে সবুজ, সুভদ্রা- লাল- কালো

৫। রথগুলিতে কতগুলি চাকা থাকে?
– জগন্নাথদেবের নন্দীঘোষ- ১৬টি, বলভদ্রের তালধ্বজ- ১৪টি, সুভদ্রার দর্পদলন- ১২ টি

৬। রথগুলির চালক কারা?
– জগন্নাথদেবের নন্দীঘোষ- দারুক, বলভদ্রের তালধ্বজ- মাতলি, সুভদ্রার দর্পদলন- অর্জুন

৭। রথগুলির দ্বারপাল বা দ্বাররক্ষী কারা?
– জগন্নাথদেবের নন্দীঘোষ- জয়- বিজয়, বলভদ্রের তালধ্বজ- নন্দ- সুনন্দ, সুভদ্রার দর্পদলন- গঙ্গা- যমুনা

৮। রথগুলির মাথায় যে পতাকা থাকে সেগুলির আলাদা নাম আছে। নামগুলি কি কি?
– জগন্নাথদেবের নন্দীঘোষ- ত্রৈলোক্যমোহিনী, বলভদ্রের তালধ্বজ- উন্নানী, সুভদ্রার দর্পদলন- নাদম্বিকা

৯। প্রতিটি রথে কয়টি ঘোড়া থাকে ও তাদের বর্ণ কি?
– ৪টি, ঘোড়াগুলির বর্ণঃ জগন্নাথদেবের নন্দীঘোষ- সাদা, বলভদ্রের তালধ্বজ- কালো, সুভদ্রার দর্পদলন- লাল

১০। রথের দড়ি স্পর্শ করার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিটি রথের দড়ির আলাদা আলাদা নাম। সেগুলি কি?
– জগন্নাথদেবের নন্দীঘোষ- শঙ্খচূড় নাগিনী , বলভদ্রের তালধ্বজ- বাসুকী নাগ, সুভদ্রার দর্পদলন- স্বর্ণচূড় নাগিনী

 


পাঠকের জন্য প্রশ্নঃ


পশ্চিমবঙ্গের সবথেকে পুরোনো রথযাত্রা উৎসব কোনটি?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


কুইজ প্রতিযোগিতা-৩৪ – উত্তর


প্রশ্নঃ বিখ্যাত বাবার বিখ্যাত পুত্র – এই শব্দবন্ধটি কয়েক প্রজন্ম ধরে ব্যবহৃত হচ্ছে কোলকাতার রায়বাড়ির বাসিন্দাদের সম্পর্কে। সন্দীপ রায়ের পিতা সত্যজিৎ রায়। সত্যজিতের পিতা সুকুমার রায়। সুকুমারের পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পালকপিতা হরিকিশোর দত্তক নেওয়ার পর তাঁর নাম রাখেন উপেন্দ্রকিশোর। এর আগে উপেন্দ্রকিশোরের নাম কি ছিল?
উত্তরঃ – কামদারঞ্জন রায়

সঠিক উত্তরদাতা

 

 


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


পঞ্চম সপ্তাহের বিজয়ী…

Related posts

পৌরাণিক সাহিত্য ও কাহিনীতে রথঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪০ (সপ্তম সপ্তাহ)

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন