28/03/2024 : 9:45 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

মিঠুন চক্রবর্তীঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩০ (পঞ্চম সপ্তাহ)

কুইজের খোঁজ খবরঃ

মাত্র কুড়ি বছর বয়সে জড়িয়ে পড়লেন সক্রিয় রাজনীতিতে। তাও আবার যে সে পার্টি নয়, সরকারবিরোধী নকশাল পার্টি। উপায়ন্তর না দেখে বাবা তাঁকে পাঠিয়ে দিলেন সূদুর মুম্বাইয়ে, কাকার বাড়িতে। নকশালযোগের ইতিহাস থাকায় কাকাও তাঁকে ঠাঁই দিলেন না। অগত্যা কখনো কোনো গ্যারেজের কোণ, কখনও বা অ্যাপার্টমেন্টের লবিই হয়ে উঠল সংগ্রামী জীবনের অাস্তানা। কালো – রোগা – উচ্চারণে বাংলা অ্যাকসেন্ট – তায় আবার গডফাদার বিহীন, রূপালী পর্দায় মুখ দেখানোর স্বপ্ন চুরমার হয়ে যাওয়ার সব উপাদানই মজুত থাকা সত্ত্বেও কোন এক ভোজবাজিতে তিনিই হয়ে গেলেন সুপারস্টার। অলীক উত্থানের এক অনবদ্য রূপকথা মিঠুন চক্রবর্তী। আজ মহাগুরুর জন্মদিন।

আজকের বিষয়ঃ মিঠুন চক্রবর্তী

১। মিঠুন চক্রবর্তী ওরফে গৌরাঙ্গ চক্রবর্তীর জন্ম কবে ও কোথায়?
– ১৯৫২ সালে, বরিশাল, বেঙ্গল প্রেসিডেন্সী, উত্তর পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)

২। পুণের Film and Television Institute of India-র পাঠ শেষ করার পর মিঠুন চক্রবর্তী কি নামে বিভিন্ন জলসায় নাচের অনুষ্ঠান করতেন?
– রানা রেজ

৩। মিঠুন চক্রবর্তী তাঁর প্রথম ছবিতেই অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান। এই নজির এখনও পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে। কোন ছবির জন্য তিনি এই পুরস্কার পান?
– মৃগয়া (১৯৭৬), পরিচালক মৃণাল সেন

৪। মিঠুন চক্রবর্তীর জীবনে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ‘ডিস্কো ডান্সার’ যা অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সুপারস্টার মিঠুন চক্রবর্তী বানিয়ে দেয়। ছবিটি কবে মুক্তি পায়?
– ১৯৮২

৫। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ ছবিতে কোন বহুল প্রশংশিত চরিত্রে অভিনয়ের জন্য মিঠুন চক্রবর্তী শ্রেষ্ঠ সহ অভিনেতা হিসাবে ‘ফিল্মফেয়ার পুরস্কার’ পান?
– কৃষ্ণন আইয়ার (M.A.) নারিয়েল পানিওয়ালা

৬। মিঠুন আর কোন কোন সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন?
– তাহাদের কথা (১৯৯২), স্বামী বিবেকানন্দ (১৯৯৮)

৭। মিঠুন চক্রবর্তীর নামে Limca Book of Records-এ একটি অনন্য নজির আছে যেটি আজও অটুট। সেটি কি?
– এক বছরে (১৯৮৯) ১৯ টি মুক্তিপ্রাপ্ত ছবিতে নায়কের ভূমিকায় অভিনয়

৮। মিঠুন চক্রবর্তীর বিলাসবহুল হোটেল চেন ব্যবসা সংস্থার নাম কি?
– Monarch Group of Hotels

৯। মিঠুন চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নাম কি?
– পাপারাৎজি প্রোডাকশনস্

১০। মিঠুন চক্রবর্তী কবে রাজ্যসভার সাংসদ হন?
– ৩রা এপ্রিল ২০১৪ (২৯শে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত)


পাঠকের জন্য প্রশ্নঃ


উত্তমকুমারের সাথে মিঠুন চক্রবর্তীর অভিনীত একমাত্র সিনেমা কোনটি?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


কুইজ প্রতিযোগিতা-২৯ – উত্তর


প্রশ্নঃ Dr. Y. M. Bhende ১৯৫২ সালে মুম্বাইতে যে বিরল প্রকৃতির রক্ত আবিষ্কার করেন সেটি কি?
উত্তরঃ Bombay Blood

সঠিক উত্তরদাতা


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


Related posts

জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী সোনালী সেন কাবাসি

E Zero Point

করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধে ছাত্রছাত্রীদের সাথে সাথে শিক্ষক সমাজও ভালো নেই

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

মতামত দিন