07/05/2025 : 1:31 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনা

আম্ফানে ক্ষতিগ্রস্ত ছাত্রের পাশে এস এফ আই ও এ বি টি এ

নিজস্ব সংবাদদাতা, বারাসাতঃ বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানে মসলন্দপুর ২গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সংহতি স্টেশন সংলগ্ন সলুয়া গ্রামের সুবীর পালের পুরো বাড়িটাই তছনছ হয়ে গেছে। সুবীর পাল এলাকায় পরিচিত বামপন্থী মুখ। সে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের মসলন্দপুর ২ লোকাল কমিটির আহ্বায়ক। ঝড়ে তছনছ হয়ে যাওয়া তার ঘরটিকে তার ইংরাজীতে এম এ পাঠরত বোন এবং বাবা মাকে নিয়ে কোনমতে একটা ত্রিপল খাটিয়ে সপরিবারে দিন গুজরান করছে এই ছাত্রনেতা। আজ পর্যন্ত কোন সরকারী সাহায্য মেলেনি তার। এমনকি প্রশাসনের পক্ষ থেকে তার ভাঙ্গা বাড়ীটির ছবি ক্ষতিপূরণের জন্য বিবেচনা করা হয়নি তাকে। এলাকার মানুষের অভিযোগ, যেহেতু সুবীর বামপন্থী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তাই তার প্রতি এরকম বিদ্বেষ মূলক আচরণ করছে সরকারী দল এবং স্থানীয় প্রশাসন। ছাত্রনেতা সুবীরের পাশে সরকার না থাকলেও তার পাশে এসে দাঁড়িয়েছেন তার প্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। ইতিমধ্যে এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য দেবাশীষ দাস এবং কুশল চক্রবর্তী, অরিত্র দাস, অভীক দাসের নেতৃত্বে আর্থিকভাবে সুবীরের পাশে দাঁড়াবার প্রক্রিয়া শুরু হয়েছে। এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক রানা রায় এবং সভাপতি ঋতুপর্ণা মিত্র এবিষয়ে সুবীরের পরিবারের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন। পিছিয়ে নেই প্রাক্তন ছাত্র নেতৃত্ব, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য তৈরি।আম্ফানে ক্ষতিপূরণের বিষয়ে সরকারের পক্ষপাতপূর্ণ এবং অমানবিক দৃষ্টিভঙ্গিতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

গত ১৫ জুন এ বি টি এর কেন্দ্রীয় পরিষদের সদস্য, ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক পাল এর নেতৃত্বে কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিপন্ন সুবীরের মৃৎশিল্পী পিতার হাতে একটি চিঠি এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেন। বিপন্ন ছাত্রের পাশে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গাইঘাটা হাই স্কুলের শিক্ষক উদয় চন্দ্র দাস,গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বিথীকা বালা।তাছাড়া প্রতিনিধি দলে ছিলেন মান্দ্রা হাই স্কুলের শিক্ষক সত্রাজিৎ সরকার,মালঙ্গ পাড়া হাই স্কুলের শিক্ষক দেবাশীষ দাস,নিবেদিতা প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা পায়েল দাস বিশ্বাস প্রমুখ। এছাড়াও ছাত্রনেতা অভীক দাস ও অর্ক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

Related posts

বিজেপি সাংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান

E Zero Point

আবর্জনা সংগ্রহে বালতি বিতরণ করল গুসকরা পৌরসভা

E Zero Point

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর

E Zero Point

মতামত দিন