02/05/2024 : 9:57 AM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

বাঘের আক্রমণের মুখ থেকে বেঁচে ফিরল ধীবর

জিরো পয়েন্ট নিউজ – বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা, ১ নভেম্বর, ২০২০:


স্থানীয় দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস মন্ডল সহ ছয়জনের একটি ধীবরদের দল গত বুধবার তারা নৌকা নিয়ে রওনা দিয়ে ছিল সুন্দরবনের নদী-খাড়িতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে I কয়েকদিন ধরেই দলটি নির্বিঘ্নেই কাঁকড়া ধরেI শুক্রবার বিকালে যখন তারা কাঁকড়া ধরা শেষে রান্নার জন্য শুকনো জ্বালানির কাঠ সংগ্রহ করতে কলস দ্বীপের কাছে জঙ্গলে নেমেছিল ঠিক তখনই একটি বাঘ পিছনের দিকে এসে এক লাফে তাপস মন্ডল এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাড়ে ও পিঠে কামড় বসিয়ে দেয় I ঠিক তখনই সাথে থাকা সঙ্গীরাও ভয় না পেয়ে সঙ্গী ধীবরকে বাঁচাতে লাঠিসোটা নিয়ে বাঘটিকে ভয় দেখাতে থাকেI সাথে সাথে চিৎকার করতে থাকে I

একত্রিত ভাবে সেই বাধার মুখে পড়ে কার্যত ভয়ে শিকারকে ছেড়ে দিয়ে বাঘটি নিমেষেই কলশের জঙ্গলের মধ্যে পালিয়ে যায় I সাথে সাথে রক্তাক্ত জখম ওই ধীবরটিকে উদ্ধার করে নৌকায় চাপিয়ে করে দীর্ঘ ছয় ঘন্টা নদীপথে নিয়ে আসা হয় কুলতলির জামতলায় ব্লক গ্রামীণ হাসপাতালেIসেখানেই দ্রুত চিকিৎসা শুরু করেন হাসপাতালের চিকিৎসকেরাI

Related posts

মেমারিতে আলু চাষীদের জিটি রোড অবরোধঃ ক্ষতিপূরণ না পেলে কোল্ডস্টোরেজ বন্ধ করে দেওয়া হবে

E Zero Point

মেমারিতে শারদাঞ্জলীর খুঁটি পুজো

E Zero Point

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাতারের দুই স্কুলছাত্রী

E Zero Point

মতামত দিন