29/03/2024 : 3:33 PM
দৈনিক কবিতাসাহিত্য

কবিতাঃ সুরের ঝর্ণাধারা

রতন নস্কর

ডায়মন্ডহারবার, দক্ষিন ২৪ পরগনা


গানের কথারা পুরাণ ফিনিক্স পাখি
সুরের আকাশে ডানা মেলে যায় উড়ে
তোমার কন্ঠে মায়াবি সুরের ছোঁয়ায়
তুমি রয়ে গেছ শ্রোতার হৃদয় জুড়ে ।

হারমোনিয়ামের মায়া মন্দ্রিত সুরে
রূপকথা মত ভালবাসা মেশে গানে
বেঁচে থাকার সোনালী স্বপ্ন গুলো
জাগায় শক্তি দোলা দিয়ে যায় প্রাণে ।

‘গাঁয়ের বধূর’ গল্প  শোনার পরে
দুচোখে বর্ষা বেদনায় ভরে বুক
‘রানারের ‘ছোটা যাবে কি কখনো থেমে
পুঁজিবাদ দেখ ছিনিয়ে নিয়েছে সুখ।

‘অবাক পৃথিবীর ‘পিঞ্জরে বন্দি পাখি
আকাশ দেখার স্বপ্ন হয়নি শেষ
তোমার গানে মুক্তির দিশা দেখি
নীল আকাশের নীচে খুঁজি নতুন দেশ ।

কিশোরী মেয়েটির কাজল কালো চোখে
উদাসী যুবক খুঁজে পায় তাল, ছন্দ
আম কাঁঠালের ছায়া ঘেরা গাঁয়ের শিল্পী
গান গেয়ে বাঁচে জন্ম থেকেই অন্ধ ।

নিঝুম দুপুরে, গোধূলি কিংবা রাতে
সুরভিত গানের সুরের ভেলায় ভেসে
মায়া জোছনায়  আলোকিত চরাচর
কুঞ্জ কুটিরে ভালবাসা এসে মেশে ।

সোনালী যুগের সোনাঝরা সুর -সুধায়
চাতক পিপাসায় আঁখি মেলে মন পরি
রাখালি বাঁশির ভুবন ভোলানো সুরে
আনত শিরে গানে গানে তোমায় স্মরি ।

শুধু গানে নয় মানবিকতায় হীরে
‘সুরের আকাশে ‘জানি তুমি শুকতারা
গানের যাদুতে মুগ্ধ ভারতবাসী
বাঙালির গর্ব, সুরের ঝর্ণাধারা ।♥

Related posts

দৈনিক কবিতাঃ স্বপন-প্রহর

E Zero Point

কবিতা গানে মুখর বাংলার জনরবের সাহিত্য অনুষ্ঠান

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

মতামত দিন