26/04/2024 : 11:57 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৫(তৃতীয় সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৫

আজ শুরু হল তৃতীয় সপ্তাহ। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


আজ গত সপ্তাহের বিজয়ী সুব্রত মজুমদার কে শুভেচ্ছা স্বরুপ ১০১ টাকা পাঠানো হল।


কুইজ প্রতিযোগিতা-১৪- উত্তর

প্রশ্নঃ বলবীর সিং-এর আত্মজীবনীর নাম কি?
উত্তরঃ – – The Golden Hat-Trick (1977)

সঠিক উত্তরদাতা

আব্দুল হিল শেখ, মুর্শিদাবাদফজলুর রহমান, সালার,  মুর্শিদাবাদসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমনানডঃ সায়ন ভট্টাচার্য, ইস্ট কলকাতা টাউনশিপ, কলকাতাসেখ কেরামত আলি, রসুলপুর, পূর্ব বর্ধমানসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-১৫

১৯৯৯ সালে আজকের দিনে প্রখ্যাত ইতালীয় শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির বিশ্ববিখ্যাত চিত্র The Last Supper প্রায় নষ্ট হয়ে যাওয়ার পর ২১ বছরের পুনরুজ্জীবনের কাজ শেষে আবার দর্শকের জন্য প্রকাশ্যে আনা হয়। Gospel of John, 13:21-এর কাহিনী অনুসারে চিত্রিত এই ছবিতে সেই আবেগঘন মূহুর্ত ফুটিয়ে তোলা হয়েছে যখন প্রভু যীশু ক্রুশবিদ্ধ হওয়ার আগে তাঁর বারো জন শিষ্যের সাথে শেষ নৈশভোজনের সময় বলেন যে তাঁদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করবে।

আজকের বিষয়ঃ লিওনার্দো দ্য ভিঞ্চির The Last Supper

১। লিওনার্দো দ্য ভিঞ্চির চিত্র “The Last Supper”-এর পরিমাপ কত?
– ৪৬০ সেমি X ৮৮০ সেমি (১৮০ ইঞ্চি X ৩৫০ ইঞ্চি)

২। এই চিত্রটি কোথায় গেলে দেখতে পাওয়া যায়?
– উত্তর ইতালির মিলান শহরের Santa Maria delle Grazie (Holy Mary of Grace) চার্চে

৩। এটি কি ধরনের চিত্রশিল্প?
– মুরাল পেন্টিং (দেওয়াল ছাদে বা স্থায়ী নির্মানের ওপর সরাসরি নির্মিত চিত্র, এক্ষেত্রে চিত্রটির সাথে স্থাপত্যটি সামঞ্জস্যপূর্ণ ভাবে অবস্থান করে)

৪। লিওনার্দো দ্য ভিঞ্চির কতদিন সময় লেগেছিল এই চিত্রটি শেষ করতে?
– প্রায় চার বছর (১৪৯৫ থেকে ১৪৯৮ সাল)

৫। এই চিত্রটি তৈরীতে মাধ্যম হিসাবে কি ব্যবহার করা হয়েছিল?
– Tempera (দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যায় এমন রঙীন আঠালো পদার্থ) ও gesso (চক, জিপসাম, পিগমেন্টের সাথে আঠার মিশ্রণে তৈরী সাদা বর্ণের উপকরণ)

৬। লিওনার্দো দ্য ভিঞ্চির “The Last Supper” ছবিতে প্রভু যীশুর বারো জন শিষ্যর নাম পাওয়া যায় উনিশ শতকে পাওয়া একটি প্রাচীন পুঁথিতে। তার আগে পর্যন্ত এই ছবির মাত্র তিনজনকে সঠিকভাবে সনাক্ত করা সম্ভব হয়েছিল। বারো জন শিষ্য কে কে?
– ছবিতে বাম দিক থেকেঃ- বার্থোলোমিউ, জেমস দ্য লেস, অ্যান্ড্রু, জুডাস ইসক্যারিয়ট, পিটার, জন, থমাস, জেমস দ্য গ্রেটার, ফিলিপ, ম্যাথিউ, জিউড থাডিয়াস ও সিমন দ্য জিলট

৭। লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা “The Last Supper”-এর তিনটি বিখ্যাত অনুকরণ চিত্র আছে। ১৯৭৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত লিওনার্দোর ছবিটির পুনরুজ্জীবনের কাজ চলার সময় লিওনার্দোর শিষ্য Giampietrino-র ক্যানভাসে আঁকা অয়েল পেন্টিংটিকে প্রামাণ্য ধরা হয়। Giampietrino-র ছবিটি কোথায় রাখা আছে?
– লন্ডনের রয়্যাল অ্যাকাডেমী অফ আর্টসে

৮। লিওনার্দোর ছবিতে যীশুর পরণে কি রঙের পোশাক রয়েছে?
– নীল ও লাল

৯। লিওনার্দো তাঁর ছবিতে বারো জন শিষ্যকে দৃশ্যতঃ কটি দলে ভাগ করেছেন?
– চারটি (প্রতি দলে তিনজন করে)

১০। প্রভু যীশুর শিষ্যদের সাথে শেষ ভোজনের বিখ্যাত ঘটনাটির উপর আঁকা সমসাময়িক চিত্রগুলির বর্ণনার সাথে লিওনার্দোর চিত্রটির বর্ণনার প্রধান পার্থক্য কোথায়?
– অন্যান্য বিবরণে জুডাসকে যীশু ও বাকি সকলের থেকে আলাদা ভাবে টেবিলের বিপরীত দিকে বসতে দেখা যায়। লিওনার্দোর চিত্রতে জুডাস সকলের সাথে টেবিলের একই দিকে রয়েছে

 

কুইজ প্রতিযোগিতা-১৫


পাঠকের জন্য প্রশ্নঃ

“The Last Supper” চিত্রটির দীর্ঘ একুশ বছর ব্যাপী বিশদ পুনরুজ্জীবন প্রক্রিয়ার কাজ কার তত্ত্বাবধানে হয়?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

সোমবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৩ (অষ্টম সপ্তাহ)

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

মতামত দিন