আজ কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন। মাটির কবি, সম্প্রীতির কবির সৃষ্টি নিয়ে আজ আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব “অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল” মাধ্যমে। জিরো পয়েন্ট-এর আবেদনে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের অন্য প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও ভিডিও পাঠিয়েছেন। সকলের বাছাই পর্ব এখনও চলছে আমরা প্রতিদিন ১০টি করে ভিডিও আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব। সকলে ভিডিও দেখুন, মন্তব্য করুন ও অবশ্যই শেয়ার করুন আপনার টাইমলাইনে।
কভার পেজ চিত্রাঙ্কনঃ দেবাশীষ ব্যানার্জী
১) কাজী নজরুল ইসলামের নাতনী চুরুলিয়ার সোনালী কাজী মহাশয়ার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমরা শুরু করছি “অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল”-
২) অগ্নিভ রায়, বাটানগর, কলকাতা
৩) অনন্যা ঘোষের শ্রদ্ধাঞ্জলি….. কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে…. যে লকডাউনে এখনও সুইডেন থেকে ফিরতে পারেনি-
৪) টিভি অ্যাঙ্কর ও সঞ্চালিকা নন্দীনি লাহা, সাউথ কলকাতা
৫) অভিরূপ ঘোষ, মেমারি, পূর্ব বর্ধমান
৬) বাচিক শিল্পী ও শিক্ষক কমলেশ মন্ডল, মেমারি, পূর্ব বর্ধমান
৭) ডা. মৃণাল ভট্টাচার্য, তাপি, গুজরাত
৮) আফরিন আবৃত্তি আলি ও মাহিসা মালিহা, সুরত, গুজরাত
৯) তানিশা মজুমদার, রসুলপুর, পূর্ব বর্ধমান
১০) আয়ুষ মন্ডল, গুসকরা, পূর্ব বর্ধমান
১১) অনঙ্গ মুখার্জী, দত্তপাড়া, মেমারি, পূর্ব বর্ধমান