11/12/2024 : 9:35 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১২

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১২

“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


আজ গত সপ্তাহের বিজয়ী সুব্রত মজুমদার কে শুভেচ্ছা স্বরুপ ১০১ টাকা পাঠানো হল।


কুইজ প্রতিযোগিতা-১১- উত্তর

প্রশ্নঃ বব ডিলানের ৩৫ তম অ্যালবাম Tempest -এর Title Track -এ কোন ঐতিহাসিক দুর্ঘটনার উল্লেখ আছে?
উত্তরঃ – টাইটানিক জাহাজডুবি

সঠিক উত্তরদাতা

সেখ কেরামত আলি, রসুলপুর, পূর্ব বর্ধমানডঃ সায়ন ভট্টাচার্য , কলকাতাসোনালী সেন কাবাসি, রসুলপুর, পূর্ব বর্ধমনানসুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানসঞ্জিত গুপ্ত, মায়েরকোল পাড়া, মেমারি, পূর্ব বর্ধমানসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-১২

“কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও? গুড়মুড়ি খাও?” এই পংক্তিগুলির সাথে শৈশবে পরিচয় হয়নি এমন বাঙালি যেমন বিরল, তেমনি “কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কররে লোপাট” -এর শাণিত ছন্দে শিহরিত হয়নি এমন বাঙালি যৌবনও মেলা ভার। শৈশব-যৌবনের প্রিয় কবি যখন আবার ভক্তিগীতি শোনান তখনও একই অমোঘ আকর্ষণে ভক্তিরসে জারিত হয় বাঙালি মন। সাহিত্য ও সঙ্গীতের বিবিধ অলিন্দে অনায়াস যাতায়াত যাঁর তিনি কবি কাজী নজরুল ইসলাম। বাঙালির প্রিয় বিদ্রোহী কবি। ব্রিটিশবিরোধী অগ্নিযুগ থেকে স্বাধীনতা-উত্তর সময়কাল, তিনি চিরকালীন। আজ ১১ই জৈষ্ঠ, কবির জন্মদিন।

অঙ্কণেঃ দেবাশীষ ব্যানার্জী

আজকের বিষয়ঃ কাজী নজরুল ইসলাম

১। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন কবি ব্রিটিশ সেনাবাহিনীর কোন রেজিমেন্টে যোগদান করে করাচি যান?
– ৪৯ বেঙ্গল রেজিমেন্ট

২। কাজী নজরুল ইসলামের প্রথম গদ্যসাহিত্য ‘বাউন্ডুলের আত্মকাহিনী’। প্রথম উপন্যাস কোনটি?
– বাঁধনহারা (১৯২০)

৩। কবির প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
– মুক্তি (১৯২৩)

৪। রবীন্দ্রনাথ ঠাকুর ‘বসন্ত’ নাটকটি নজরুল ইসলামকে উৎসর্গ করেন। এরজন্য ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে নজরুল কোন কবিতাটি লেখেন?
– আজ সৃষ্টিসুখের উল্লাসে

৫। ১৯২২ সালে নজরুল একটি দ্বিসাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ করেন। তার নাম কি?
– ধূমকেতু

৬। গিরিশচন্দ্র ঘোষের গল্প ‘ভক্ত ধ্রুব’-র উপর নির্মিত চলচ্চিত্র ‘ধ্রুব’-তে নজরুল সত্যেন্দ্রনাথ দে-র সাথে পরিচালক হিসাবে কাজ করেন। তিনিই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম মুসলিম পরিচালক। এই চলচ্চিত্রে তিনি একটি চরিত্রে অভিনয়ও করেছেন। কোন চরিত্রে?
– নারদ

৭। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের উপর নির্মিত চলচ্চিত্রে নজরুল সঙ্গীত পরিচালনা করেন?
– গোরা

৮। কাজী নজরুল ইসলাম কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন ও ঐ দলের মুখপত্র ‘লাঙল’- এর সম্পাদক ছিলেন?
– শ্রমিক প্রজা স্বরাজ দল

৯। কাজী নজরুল ইসলাম কোন দেশের জাতীয় কবি?
– বাংলাদেশ

১০। ভারত সরকার কবি কাজী নজরুল ইসলামকে তৃতীয় সর্ব্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মভূষণ’ প্রদান করেন ১৯৬০ সালে। বাংলাদেশ সরকার থেকে কবিকে সর্ব্বোচ্চ ও দ্বিতীয় সর্ব্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়। কোন সালে?
– দ্বিতীয় সর্ব্বোচ্চ নাগরিক সম্মান ‘একুশে পদক’ ১৯৭৬ সালে ও সর্ব্বোচ্চ নাগরিক সম্মান ‘স্বাধীনতা পদক’ ১৯৭৭ সালে

ঈদ বিশেষঃ কাজী নজরুল ইসলামের লেখা ঈদের জনপ্রিয়তম গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। এই গানটি কে প্রথম রেকর্ড করেন এবং কবে?
– ১৯৩১ সালে গানটি লেখার চার দিন পরে কবির শিষ্য আব্বাসউদ্দিন আহমেদ এটি রেকর্ড করেন। তার দুমাস পর ঐ বছর ঈদের দিনে গানটি মুক্তি পায়।

 

কুইজ প্রতিযোগিতা-১২


পাঠকের জন্য প্রশ্নঃ

কোন বিখ্যাত গ্রামোফোন কোম্পানিতে নজরুল ১৯২৮ থেকে ১৯৩২ সাল অব্দি সঙ্গীত লেখক, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ফিরেদেখা | ২ সেপ্টেম্বর ২০২২

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – চতুর্থ পর্ব

E Zero Point

মতামত দিন