24/09/2023 : 6:23 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে উপমা বহুমুখী মহিলা সমবায় সমিতির ত্রাণবিলি

আহমেদ মির্জা, জামালপুরঃ লকডাউন ও করোনা মহামারীতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় জামালপুর ব্লকের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন জামালপুর ব্লকের জনদরদী নেতা তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন , সেই ভাবে আজকে তিনি হাজির হয়েছিলেন পাড়াতল ১ নং পঞ্চায়েতের ” পাড়াতল উপমা বহুমুখী মহিলা সমবায় সমিতির ডাকে। ঐ মহিলা সমবায় সমিতির আয়োজনে আজকের অনুষ্ঠানে প্রায় ৩৫০ পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পুর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য‌‌‌ ভুতনাথ মালিক ,পাড়াতল ১নং পঞ্চায়েতের প্রধান উত্তম হাজারী উপপ্রধান শ্রীদীপ ঘোষ , জামালপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী তাবারক আলি মন্ডল সহ ঐ সমবায় সমিতির সমস্ত সদস্যাবৃন্দ।

Related posts

পৌর নাগরিকদের সুবিধার্থে মেমারি পৌরসভা অভিযান

E Zero Point

১০০ দিনের বকেয়া মজুরি না পাওয়ায় নিমোর দিনমজুরদের মেমারি জিটি রোড অবরোধ

E Zero Point

কেডি সিং-এর ব্যক্তিগত বিমানে চেপেই ঘোরাঘুরি করতেন দিদিমণিঃ বিজেপি সাংসদ অর্জুন সিং

E Zero Point

মতামত দিন