25/03/2025 : 5:33 AM
ট্রেন্ডিং নিউজ

নিজেদের স্বার্থে তথা মানবজাতির স্বার্থে এবারের ঈদ হোক সামাজিক দূরত্বেঃ কেলিড়ী গ্রামের ইসলাম চাচার বার্তা

সানি অরন‍্য জামান, জামালপুরঃ নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯)। যার সংক্রমনের জেরে গোটা বিশ্ব জুড়ে চলছে লকডাউন।  এর মধ‍্যেই পশ্চিমবঙ্গের উপর বয়ে গেল সুপার সাইক্লোন “আমফান”। এই ভয়াবহ সাঁড়াশি আক্রমনের মধ‍্যেই মুসলিম সম্প্রদায়ের বহু প্রতিক্ষীত পবিত্র উৎসব ঈদল ফিতর।এই ঈদ উৎসব হল সমগ্র মানুষ জাতির কাছে মিলন উৎসব আর এই উৎসবের প্রধান অন্তরায় হলো লকডাউন আর এই লক ডাউনের মূল মন্ত্র হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। এই নিয়ে কথা হচ্ছিল কেলিড়ী গ্রামের দীর্ঘদিনের বয়স্ক বাসিন্দা ইসলাম চাচার সাথে  ওনাকে জিঞ্জাসা করলাম আপনারা এই লকডাউন প‍রিস্থিতিতে ঈদ উৎসব কেমন ভাবে পালন করবেন। ওনার সহজ সরল বক্তব‍্য লকডাউন এবং সরকারি স্বাস্থ‍্য বিধি নিষেধ মেনে নিয়ে আমরা ঈদের নামাজ পালন করবো নিজ নিজ বাড়িতে কারন লকডাউন সম্পর্কিত সরকারি নির্দেশ আমাদের অর্থাৎ জনগনের হিতোপদেশের জন‍্। উনি আরোও বললেন আমরা যে দেশে তথা যে রাজ‍্যে বাস করছি সেই দেশের তথা রাজ‍্যের সরকারের আইন মেনে নেওয়া আমাদের কাম‍্য।  এই কঠিন প‍রিস্থিতিতে মুসলিম ভাইদের প্রতি বার্তা দেন যে, আপনারা নিজ নিজ বাড়িতে নামাজ পড়ুন। মোসাহ করবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সরকারি বিধি আরোপ মেনে চলুন। আর বললেন নিজেদের স্বার্থে তথা মানবজাতির স্বার্থে এবারের ঈদ না হয় একটু অন‍্য ভাবে পালন করলাম। লকডাউন আর আমফানের জেরে যারা অসহায় তাদের পাশে সাহায‍্যের হাত বাড়িয়ে দিন। সামাজিক দূরত্ব ও সরকারি বিধি নিষেধ মেনে। শত গাঢ় অন্ধকারের শেষে নতুন ভোরের আলো ফুটবেই
এই প্রসঙ্গে নচিকেতার বিখ‍্যাত গানের লাইন
বসতি আবার উঠবে গড়ে
আকাশ আলোয় উঠবে ভরে,
জীর্ন মতবাদ সব, ইতিহাস হবে
পৃথিবী আবার শান্ত হবে,
পৃথিবী আবার শান্ত হবে।

Related posts

মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ মেমারিতে

E Zero Point

ছিল সন্তানের মঙ্গলকামনার ষষ্ঠী, ‘জামাই’ উড়ে এসে জুড়ে বসলো, হয়ে গেল জামাই ষষ্ঠী

E Zero Point

এক নজরে ৩৭ তম জাতীয় গেমস

E Zero Point

মতামত দিন