02/02/2023 : 6:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

উৎকর্ষ বাংলা কেন্দ্রে খাদি শিল্পের প্রশিক্ষণ

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৮ এপ্রিল ২০২২:


মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত হরিপুর গ্রামে উৎকর্ষ বাংলা কেন্দ্র উদ্বোধন করলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরৎকুমার দ্রিবেদী বৃহস্পতিবার দুপুরে। এই উৎকর্ষ বাংলা কেন্দ্র থেকে প্রায় 40 জন মহিলাকে খাদি শিল্পের ওপর প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলা শাসক শরৎকুমার দ্রিবেদী ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর, খাদি ও গ্রাম শিল্প উন্নয়ন পর্ষদের মুর্শিদাবাদ জেলা আধিকারিক দেবাশীষ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related posts

গ্রিক দেবীর আদলে মাতৃমূর্তি মেমারিতে

E Zero Point

কংগ্রেস ও সিপিএমের যৌথ উদ্যোগে বিক্ষোভ অবস্থান মুর্শিদাবাদে

E Zero Point

কালনায় যুবদের অবস্থান বিক্ষোভ, স্মারকলিপি

E Zero Point

মতামত দিন