28/03/2024 : 10:38 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গ্যাস পাইপলাইনের কাজঃ কৃষি জমির ধান নষ্ট করার অভিযোগ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ৮ এপ্রিল ২০২২:


শুক্রবার মেমারি দু’নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর গ্রামের কৃষি জমির ওপর দিয়ে অবাধে গাড়ি চালিয়ে ধান নষ্ট করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ পড়লেন কৃষকরা । অভিযোগ একটি গ্যাসের সংস্থা ওই কৃষিজমির নিচে দিয়ে পাইপ লাইন তৈরি করছে ।

সেক্ষেত্রে কৃষকদের সঙ্গে চুক্তিপত্র করে অগ্রিম টাকা দিয়েছে ওই সংস্থা । কিন্তু জমি চাষের উপর কোনো নিষেধাজ্ঞা ছিল না বলে জানিয়েছেন কৃষকরা । সেইমতো তারা ওই জমিতে ধান চাষ করেছেন । আর কিছুদিন পরেই সেই ধান ঘরে তুলবেন কৃষকরা ।

কিন্তু তার আগেই ওই সংস্থা চাষ করা ধান জমির উপর দিয়ে গাড়ি চালিয়ে জমির ধান নষ্ট করে তার ওপরে পাইপ রেখে দিয়েছেন বলে অভিযোগ করছেন কৃষকরা । এলাকার কৃষকদের দাবি অবিলম্বে তাদের ফসলের দাম দিয়ে ক্ষতিপূরণ করতে হবে ওই সংস্থাকে । যদিও এই ঘটনার পর ওই সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Related posts

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কলকাতা! কলকাতা মেট্রো চলল গঙ্গার নীচ দিয়ে

E Zero Point

‘উদ্যোগ’-এর রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে করোনার টিকা নেওয়ার পরই অসুস্থ ও পরে মৃত্যু

E Zero Point

মতামত দিন