04/12/2023 : 5:43 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহাওড়া

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, হাওড়া,  ৩০ নভেম্বর ২০২১:


হাওড়া জগাছা থানা এলাকার হাট পুকুর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু।
মৃতার নাম সুষমা মান্না(৩৫)। মৃতার দাদার অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে তাঁর বোনের মৃত্যু ঘটেছে। তিনি বোনের শ্বশুর বাড়ির পক্ষ থেকে মঙ্গলবার সকালে একটি ফোন পান। ফোনে খবর পেয়ে সেখানে গিয়ে দেখেন বোনের দেহ মেঝেতে রাখা আছে। তাঁর স্বামী শ্যালক প্রদীপ সেনাপতিকে জানিয়েছেন তাঁর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

যদিও মৃতার দাদা মনে করছেন তাঁকে শ্বশুর বাড়ির লোক হত্যা করেছে। সেই মর্মে তিনি পুলিশকে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
পুলিশ দেহ উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠালে সেখানে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।


Related posts

প্রযুক্তি ও মানবিক মেলবন্ধনে মেমারি ক্রিষ্টাল মডেল স্কুলে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন

E Zero Point

আমের উৎসবে সমস্ত রেসিপি আম দিয়ে শহরে চলছে”ম্যাঙ্গো ম্যানিয়া”

E Zero Point

আবার টোটো চুরি মেমারিতে

E Zero Point

মতামত দিন