06/06/2023 : 10:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া ব্লকের শ্রী মহিলা স্বয়ংবর গোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও কোয়ারেন্টাইন সেন্টারে ত্রাণ বিলি

স্টাফ রিপোর্টা, পাণ্ডুয়াঃ গত ৫ই জুন, পান্ডুয়া ব্লকের মহিলা “শ্রী স্বয়ংবর গোষ্ঠীর “উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “তালবোনা রাধারানী উচ্চ বিদ্যালয় “এ বৃক্ষরোপণ করা হলো এবং কোয়ারেন্টাইন সেন্টারে ৪৫ জন পরিযায়ী শ্রমিককে থালা বাটি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ, এলাকার প্রধান -উপপ্রধান ও অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ।

Related posts

স্বাধীনতার দিনে অভাবী মেধাবীর পাশে প্রয়াস

E Zero Point

বাইক-স্কুটি মুখোমুখি সংঘর্ষ মেমারিতে

E Zero Point

তৃণমূল নেতা ইনসান মল্লিককে খুনের অভিযুক্তর আত্মসমর্পণ

E Zero Point

মতামত দিন