নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ করোনা সংক্রম রোধে দূরত্ব বজায় রাখার জন্য এখন দেখা যাচ্ছে সমস্ত বেসরকারি বাসগুলোতে প্রতিটি ডবল সিটের মাঝে একটু করে প্লাস্টিক পর্দা ঝোলানো আছে। যেকোন মানুষ একটি সিটে দুই জন করে বসলে মাঝে দূরত্ব যাতে বজায় থাকে তার জন্যই এই প্লাস্টিক পর্দা লাগানো হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনেই যত গুলো সিট তত জন যাত্রী – এই নিয়মে চলবে বাস । কতিপয় বেসরকারী বাস রাস্তায় নেমেছে । স্বাস্থ্য বিধি মেনে বাস চলছে । এর ই মধ্যে কয়েকটি বাসে নয়া সতর্কতা অবলম্বন করা হয়েছে । উক্ত ব্যবস্থাপনায় খুশি বাস যাত্রীরা।