25/04/2024 : 3:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা যোদ্ধাদের সম্মানজ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১০ সেপ্টেম্বর ২০২০:


সারা দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার পর থেকে পুলিশ, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স চালক, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং সমাজসেবক এরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে করোনার মধ্যেও কাজ করে চলেছে তাদের আজ সংবর্ধনা ও সম্মান জানানোর জন্য আজ মেমারি ১ নম্বর ব্লকের অন্তর্গত শুভেন্দু অধিকারীর অনুগামীরা প্রথমেই মেমারি থানায় হাজির হন | থানার ভারপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে বেশ কয়েক জন সিভিক ভলেন্টিয়ারকে ফুলের স্তবক এবং উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয় |

দাদার অনুগামীরা মেমারি গ্রামীণ হাসপাতালে উপস্থিত হয়ে হাসপাতাল সুপার থেকে শুরু করে ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স চালক তাকেও সম্বর্ধনা জানায় |
এই সংবর্ধনা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসে, এলাকার পরিচিত বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল শিক্ষার শেলের ব্লক সভাপতি কৌশিক মল্লিকের বাড়িতে হাজির হয়ে তাকেও সম্বর্ধনা জানাতে ভোলেননি |

এরপর তারা মেমারি পৌরসভায় হাজির হয়ে উপ-পৌর শাসক সুপ্রিয় সামন্তকে সন্মান জানান | যিনি করোনা কালের প্রথম থেকে সামনের সারিতে থেকে করোনা মোকাবিলা করতে গিয়ে নিজেরা আক্রান্ত হয়ে করোনার বিরুদ্ধে জয় পেয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন |

এই অনুষ্ঠানটির উদ্যোক্তা এলাকায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত সুজন সর্দার, মাফেজ মোহাম্মদদের কথায়, তারা দাদার নির্দেশে এই করোনার কঠিন সময়ে যারা নিজের ঘর পরিবার ছেড়ে সব সময় মানুষের পাশে থেকে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে উৎসাহ প্রদানের জন্য এই ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন ।

Related posts

বাঙালি  গোয়েন্দা আধিকারিকের মৃত্যুর তদন্তে এবার সিবিআই

E Zero Point

চোরাই ট্র্যাক্টর পাচারের পরিকল্পনা ভেস্তে দিল মেমারি থানা

E Zero Point

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ভাতারের দুই স্কুলছাত্রী

E Zero Point

মতামত দিন