06/08/2020 : 10:27 PM
আমার বাংলা জামালপুর দক্ষিণ বঙ্গ পূর্ব বর্ধমান

চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সহ জামালপুর ব্লকে একদিনে ৩৯ জন করোনা আক্রান্ত

আহাম্মদ মির্জা, জামালপুর, ৩১ জুলাইঃ


আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে একদিনে রেকর্ড সংখ্যক ৩৯ জন করোনা আক্রান্ত হলেন। জামালপুর ব্লক হাসপাতালের  ২ জন চিকিৎসক ও ৭ জন স্বাস্থ্যকর্মীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। স্বাভাবিকভাবেই জামালপুর ব্লক হাসপাতালের কাজকর্ম নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যআধিকারিক আনন্দমোহন গড়াই। ঘটনাক্রমে জামালপুর ব্লক প্রশাসন ও থানা যথেষ্ট উদ্বিগ্ন, যুদ্ধকালীন তৎপড়তায় তারা করোনা আক্রান্তের সাথে আর যারা সংস্পর্শে এসেছেন তাদের খোঁজ শুরু করে দিয়েছেন।
জামালপুর পঞ্চায়েতের সভাপতি মেহেমুদ খাঁন জনগণের কাছে আবেদন জানিয়েছেন, অযথা আতঙ্কিত না হয়ে। সচেতন থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। অযথা বাজারে ভিড় করবেন না, মাস্ক পরে, কাজ মিটিয়ে শীঘ্রই ঘরে থাকার পরামর্শ দেন তিনি।
প্রসঙ্গক্রমে আগামীকাল ইদ-উল-আযাহ, কয়েকদিন আগেই প্রশাসনিক মহল থেকে এক আলোচনায়া সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করার জন্য আবেদন জানানো হয়েছে।

পেজটি রিফ্রেশ করুন…আরও আপডেটের জন্য

Related posts

মেমারির বিধায়িকা নার্গিস বেগমের বিক্ষোভ অবস্থান রসুলপুর ষ্টেশনে

E Zero Point

সিটু-র ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী মানব বন্ধন মেমারিতে

E Zero Point

লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে শ্রমিক সভা নাদনঘাটে

E Zero Point

মতামত দিন