24/03/2025 : 11:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

Breaking News: মহারাষ্ট্র থেকে ফিরে গলসিতে করোনা পজিটিভ

সেখ নিজাম আলমঃ আজ দুপুরে গলসী থানার শিড়রায় পঞ্চায়েতের বিক্রমপুরে আজ ২৬ বছর এক যুবকের করোনায় পজিটিভ বেরিয়েছে বলে জানা গেছে। তাকে দূর্গাপুর কেভিড হাসপাতালে রাখা হয়েছে। জানা যায়,কয়েকদিন আগে সে মহারাষ্ট্র থেকে ফিরেছিল। মহারাষ্ট্র থেকে ফিরে তাকে ভাতার কোয়ারেন্টে রাখা হয়েছিল। সেখান থেকে বাড়ী ফিরলে আজ তাকে পুলিশ দূর্গাপুর কেভিড হাসপাতালে নিয়ে যান পুলিশ। আজ বিক্রমপুর থেকে বাড়ীর আরও ৭ জনকে বর্ধমান কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য।

গত ২২ মে গলসী থানার শিড়রায় গ্রামের পশ্চিম পাড়ায় এক মহিলা করোনায় আক্রান্ত হয়েছিলেন। গলসী এলাকায় পর পর দুজনের করোনা পজিটিভ রেজাল্ট আসায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Related posts

কবিগুরুর প্রয়াণদিবসে রক্তদান শিবির

E Zero Point

মঙ্গলকোটে রুপশ্রীতে অনুদান না পাওয়ায় অভিযোগ 

E Zero Point

জনবিরোধী নীতির প্রতিবাদ ও শহীদ স্মরণ জামালপুরে

E Zero Point

মতামত দিন