নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ গত শনিবার পূর্ব বর্ধমানের খোসবাগান এলাকার একটি বেসরকারি পলি ক্লিনিকের প্রবেশপথে জীবানুনাশক স্প্রে দরজা বসানো হল। এদিন সকালে খোশবাগানে ওই ক্লিনিকে জীবাণুনাশক স্পে দ্বারোদ্ঘাটন করলেন নভেল ভাইরাসের বর্ধমান হাসপাতালে নোডাল অফিসার চিকিৎসক দিনোবন্ধু নাগ । এই ক্লিনিকের পক্ষ থেকে শেখ আলহাজউদ্দিন বলেন রাজ্যে এই প্রথম কোনো পলি ক্লিনিকে জীবাণুনাশক দরজা হল। তিনি আরো বলেন ক্লিনিকে আসা মানুষদের সুরক্ষিত রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধক চিকিৎসক দীনবন্ধু নাগ বলেন করোনা ভাইরাসের প্রতিষেধক যতদিন না আবিষ্কার হচ্ছে ততদিন এই রোগের বিষয় বিস্ময় আমাদের আমরা আতঙ্কিত থাকব। এই অবস্থায় এই ধরনের জীবানুনাশক দরজার ব্যবহারের প্রয়োজন আছে। তিনি আরো বলেন আমাদের সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে নিজেদের হাত সর্বদা জীবাণুমুক্ত করে রাখতে হবে।
পূর্ববর্তী পোস্ট