নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে দুটি বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে গত শনিবার বর্ধমান সদর থানার আই সি পিন্টুর সাহার হাতে কিছু এন-95 মাস্ক, কিছু স্যানিটাইজার, কিছু গ্লাভস তুলে দিলেন। করোনা যুদ্ধে সৈনিক হিসাবে পুলিশের ভূমিকা অনস্বীকার্য, তারা পরিবারের কথা চিন্তা না করে, দেশের মানুষদের কথা মাথায় রেখেই মাঠে ময়দানে লড়াই করে আসছেন তাই এদিন পুলিশ কর্মীদের কথা চিন্তা করে এই উদ্যোগ নার্সিংহোমের কর্তৃপক্ষদের।
পূর্ববর্তী পোস্ট