02/05/2024 : 3:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলী স্টেশনে এসে পৌঁছাল কিষান রেল

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ জানুয়ারি ২০২১: 


শুক্রবার বেলা তিনটে কুড়ি নাগাদ পূর্বস্থলীর স্টেশনে এসে থামে এ কিষান ট্রেনটি। যদিও এদিন পূর্বস্থলী স্টেশন থেকে কোনো সবজি ওঠেনি এই ট্রেনে। মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তারকেশ্বর থেকে ডিমাপুর পর্যন্ত এই ট্রেনটি যাবে। কালনা মহকুমার ২টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। যার মধ্যে কালনা স্টেশন ও পূর্বস্থলী স্টেশন রয়েছে।

চাষিদের সুবিধার কথা ভেবেই এই ট্রেন চালু করা হয়েছে বলে জানিয়েছেন রেলের এক আধিকারিক। কিষান রেল নামে এই স্পেশাল ট্রেনটি হুগলির তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর স্টেশন পর্যন্ত যাবে সপ্তাহে এক দিন। আপাতত ২৯শে জানুয়ারি থেকে ৩০ শে জুলাই পর্যন্ত চলবে এই ট্রেন। রেল সূত্রে তাঁর এমনই জানা গেছে. কিষান রেলে সবজি পরিবহন খরচ পঞ্চাশ শতাংশ কম লাগবে। তবে চাষিদের লাভ হবে না ফলে যে লাভ হবে এটাই এখন দেখার।

Related posts

দুর্ঘটনায় মৃত দুই পরিবারের পাশে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি

E Zero Point

মেমারি সম্মিলনীর রক্তদান শিবির

E Zero Point

মহা ধুমধামে রাধা গোবিন্দর পূজা ভাতারে

E Zero Point

মতামত দিন