30/01/2023 : 9:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ভাতার বাজারে একটি দোকান থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

সাতসকালে ভাতার বাজারে একটি কাপড়ের ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে, ভাতার বাজারে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর ভাতারের বেলেন্ডা গ্রামের বাসিন্দা শেখ মকবুল ইসলাম, বয়স 28 বছর, দু বছর আগে
ভাতার রেলস্টেশন বাজারে একটি কাপড়ের দোকান করেছিল।
খুব কম সময়ে সে নিজেকে প্রতিষ্ঠা করে তুলেছিল বলে দাবি পাশাপাশি ব্যবসায়ীদের।

গতকাল বৃহস্পতিবার থাকায় বাড়িতে জানিয়ে আসে সে কলকাতায় দোকানের মাল পত্র কিনতে যাবে।
কিন্তু সন্ধ্যার পর তার আর ফোন ধরছিলো না।
বাবা নুরুল ইসলাম রাত্রি বারোটার সময় এসে দেখে দোকানের চাবি লাগানো।
রাত্রেই বাড়ি চলে যান।

দোকানে এক কর্মচারী কাজ করতেন তার নাম সুচাঁদ দাস, বাড়ি ভাতারের আমারুন রেলস্টেশনে।আজ সকালে সে যখন দোকান আসে। দেখে দোকান বন্ধ । এলাকায় এসে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎ করে তার নজরে আসে দোকানে চাবি খোলা। সে দোকানের শাটার খুলতেই দেখে তার মালিক অর্থাৎ শেখ মকবুল ইসলাম, সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে। তার চিৎকারে আশেপাশে দোকানদাররা ছুটে আসেন। এরপর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। খবর দেয়া হয় ভাতার থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান ময়নাতদন্তের জন্য।

মৃতের কাকা শেখ শফিক জানান, বাড়িতে কোনো অশান্তি হয়নি। গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে কলকাতা যাবো বলে। কালার বাড়ি ফেরেনি। রাতেও দাদা এসে দোকানে খোঁজ নিয়ে গেছিল দোকান বন্ধ ছিল। আজ সকালে শুনলাম তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কিসে দেখে কি হলো বুঝতে পারছিনা।

পুলিশ সূত্রে খবর,এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ভাতার বাজারে একটি কাপড়ের দোকান থেকে। এখনো পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ হয়নি ভাতার থানায়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। এই ঘটনায় বেলেন্ডা গ্রামে শোকের ছায়া।

Related posts

বগপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন

E Zero Point

শক্তিগড়ে এমএলএ কাপ

E Zero Point

সাগরদ্বীপের অসহায় মানুষের পাশে রঙিন পথ

E Zero Point

মতামত দিন