আলেক শেখঃ আজ একযোগে কালনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের মহুলি বস্তিবাসীদের পাশে দাঁড়ালো মহিলা, যুব এবং বিজ্ঞান কর্মীরা। সোমবার সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কালনা বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা এখানকার বাসিন্দাদের দুই শতাধিক মাস্ক বিতরণ করেন। এদিনই দুপুরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে এই বস্তিকে স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেয়– যুব নেতা অরিজিৎ রায়, নেপাল সরকার প্রমুখ। এদিন বিকালে ভারতের গনতান্ত্রিক মহিলা সমিতির কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে ৪০টি এই বস্তি পরিবারের হাতে শিশু খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক শিশু দিবসকে সামনে রেখে এই কর্মসূচির নেতৃত্ব দেন– জনা মুখার্জি, মৃদুলা রায়, মিত্রা ঘোষ, মনিপ্রভা ভাদুরী, কবিতা চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য এই বস্তিবাসীদের সকলের পেশা হচ্ছে প্লাস্টিকের সামগ্রী দিয়ে বাড়িতে ঘুরে ঘুরে পুরাতন কাপড় সংগ্রহ করা। লকডাউনে বাড়িতে বাড়িতে ঘোড়া বন্ধ হয়ে যাওয়ায় তাদের কাজ একেবারে বন্ধ। এই অবস্থায় তারা খুব মহা সংকটে । এই সংকটের সময় আপন জনের মতো এদিন পাশে এসে দাঁড়ায় মহিলা, যুব এবং জন বিজ্ঞান কর্মীরা ।
পূর্ববর্তী পোস্ট