29/03/2024 : 1:50 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বড়শুলের ৩৫০ বছরের বনেদী দুর্গাপুজো সঙ্কটের মুখে

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, বড়শুল, ২৪ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার অন্যতম বনেদী পুজো বড়শুলের জমিদার বাড়ি দে বাড়ির দুর্গা পুজো। কালের চাকায় এই পুজো প্রায় সাড়ে তিনশো বছর পেরিয়ে গেলেও, এবছর পুজো নিয়ে দোলাচলে দে বাড়ির সদস্যরা। দে বাড়ির এষ্টেট ম্যানেজার দীপক দে জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে কি হবে তারাও বুঝতে পারছেন না। ইতিমধ্যে পুজোর ব্যাপারে পরিবারের সদস্যদের নিয়ে একপ্রস্থ মিটিং করেছেন। এই মিটিংএ তারা সকলেই মত দিয়েছেন ঐতিহ্য ও প্রথা মেনেই মায়ের পুজো হবে। তবে সম্প্রতি বড়শুলে লাগাতার করোনা সংক্রমণের ফলে তারাও শংকিত হয়ে পড়েছেন। এবছর আদৌ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাদের পরিবারের সদস্যরা এই পুজোয় যোগ দিতে পারবেন কিনা, তাই নিয়ে সন্দিহান তাঁরা। তাছাড়া দর্শনার্থীদের জন্যই বা কিভাবে প্রতিমা দর্শনের ব্যবস্থা করবেন, এরকম বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরো একবার তাঁরা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন দে বাড়ির এষ্টেট ম্যানেজার দীপক দে।

Related posts

বর্ধমানের ক্ষুদে বিজ্ঞানীর মাস্ক আবিস্কার

E Zero Point

সাপের কামড়ে মৃত্যু স্কুলছাত্রীর

E Zero Point

গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল কর্মী খুনঃ গ্ৰেপ্তার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক

E Zero Point

মতামত দিন