25/04/2024 : 10:13 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমান গোলাপবাগ ইউ.আই.টি. কলেজ “ট্রানজিট ক‍্যাম্প” পরিদর্শন করলেন প্রশাসন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ ভিন রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বর্ধমান রেলওয়ে স্টেশনের নামছেন তাদের থাকার ব্যবস্থা করা হল বর্ধমান গোলাপবাগ ইউ.আই.টি. কলেজে। আজ কলেজ পরিদর্শন করে দেখে গেলেন পূর্ব বর্ধমান জেলা শাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, অতিরিক্ত জেলাশাসক, অ্যাডিশনাল এসপি, ডিএসপি হেডকোয়ার্টার, আই সি পিন্টু সাহা, সহ বর্ধমান পৌরসভার আধিকারিকরা।

পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন চারিদিকে পুলিশের কড়া নজরদারীতে থাকবে পরিযায়ী শ্রমিকরা। এছাড়াও বহিরাগত মানুষরা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার জন্য বসানো হয়েছে পুলিশি পাহাড়া। কর্তব্যরত পুলিশের ব্যবস্থা থাকবে ইউ আই টি কলেজের চারিদিকে। সমগ্র পরিকাঠামো ব্যবস্থাটি পরিদর্শন করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এখানে কেমন সুবিধা অসুবিধা আছে মানুষের থাকার জন্য শৌচালয়-স্নানাগার আছে কিনা কিন্তু তা ঘুরে দেখা হয়েছে।

জেলা শাসক বিজয় ভারতী জানান যে, খোলামেলা জায়গা সবকিছুই ব্যবস্থা রয়েছে তাই এই জায়গাটা ঠিক করা হলো পরিযায়ী শ্রমিকদের থাকার জন্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Related posts

স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা হলো বর্ধমানের বিদ্যালয়ে

E Zero Point

‘আনন্দমঠ’ আশ্রম দোল উৎসবে মেতে উঠল

E Zero Point

মেমারিতে মা সরস্বতীতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প

E Zero Point

মতামত দিন