26/04/2024 : 10:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভার পক্ষ থেকে মাস্ক বন্ধন ও রাখীবন্ধন উৎসব

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৪ অগস্ট ২০২০:


বৈশ্বিক করোনার প্রকোপ থেকে মানবজাতির অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে একমাত্র উপায় হলো মাস্ক পরিধান। গত ৩ অগাষ্ট রাখী পূর্ণিমার শুভ ক্ষণে সেই বার্তা নিয়ে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী। মেমারি পৌরসভার উদ্যোগে বামুনপাড়া মোড়ে পথচলতি মানুষের হাতে রাখী বেঁধে সৌভ্রাতৃত্বের বার্তা ও মাস্ক বিতরণের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয়।

উক্ত কর্মসূচীতে পৌর প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারন সম্পাদক আশীষ ঘোষদস্তিদার, প্রাক্তণ কাউন্সিলর বিদ্যুৎ দে সহ প্রমুখ।

প্রসঙ্গগত উল্লেখ্য মেমারি পৌরসভার পক্ষ থেকে একই কর্মসূচী মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্তের উপস্থিতিতে চকদিঘী মোড়েও আয়োজন করা হয়। সেখানে যে সকল পথচলতি মানুষ স্বাস্থ্যবিধি না মেনে বাজারে বেড়িয়েছেন তাদের মুখে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল  জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি মুকেশ শর্মা, প্রাক্তন কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা।

 

Related posts

আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

E Zero Point

দিদির সুরক্ষা কবজ কর্মসূচি মেমারি দু নম্বর ব্লকে

E Zero Point

“দুয়ারে সরকার” প্রকল্প পরিদর্শনে কাটোয়ার এস.ডি.ও প্রশান্ত রাজ শুক্লা

E Zero Point

মতামত দিন