29/11/2023 : 4:17 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় আন্তর্জাতিক শিশু দিবস পালিত

আলেক শেখ: শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য বিতরণ, শিশুদের স্বাস্থ্য  ও লকডাউনে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের  সুরক্ষার দাবি তুলে সোমবার পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। ভারতের  গণতান্ত্রিক মহিলা সমিতির কালনা-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে মাতিস্বর বাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই শতাধিক শিশু ও গর্ভবতী মায়েদের হাতে এদিন সুষম খাদ্য তুলে দেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন–মহিলা নেত্রী অঞ্জলি মন্ডল, মিতালি মুখার্জি, ফুলি ক্ষেত্রপাল, যশোদা ক্ষেত্রপাল প্রমুখ | এদিন নেত্রীরা দাবি তোলেন– অপরিকল্পিত লকডাউনে পরিযায়ী শ্রমিকরা মহা সংকটে। তাই ভাষণ নয়, পরিযায়ী শ্রমিকদের পরিবারের সবাইকে সুরক্ষা দিতে হবে। শিশুদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Related posts

রাজ্যে প্রথম পঞ্চায়েতস্তরে দুর্গোৎসব কার্ণিভালে জনজোয়ার জামালপুরে

E Zero Point

পূর্ব বর্ধমানের গাংপুরে রক্তদান শিবির

E Zero Point

মেমারিতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

E Zero Point

মতামত দিন