23/05/2024 : 8:18 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় আন্তর্জাতিক শিশু দিবস পালিত

আলেক শেখ: শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাদ্য বিতরণ, শিশুদের স্বাস্থ্য  ও লকডাউনে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের পরিবারের  সুরক্ষার দাবি তুলে সোমবার পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। ভারতের  গণতান্ত্রিক মহিলা সমিতির কালনা-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে মাতিস্বর বাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুই শতাধিক শিশু ও গর্ভবতী মায়েদের হাতে এদিন সুষম খাদ্য তুলে দেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন–মহিলা নেত্রী অঞ্জলি মন্ডল, মিতালি মুখার্জি, ফুলি ক্ষেত্রপাল, যশোদা ক্ষেত্রপাল প্রমুখ | এদিন নেত্রীরা দাবি তোলেন– অপরিকল্পিত লকডাউনে পরিযায়ী শ্রমিকরা মহা সংকটে। তাই ভাষণ নয়, পরিযায়ী শ্রমিকদের পরিবারের সবাইকে সুরক্ষা দিতে হবে। শিশুদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Related posts

কালনায় আগামী বাংলা গঠনে বুদ্ধিজীবিদের সমাবেশ

E Zero Point

এসএসকেএম হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে করোনা হানা, বন্ধ হাসপাতালের একাংশ

E Zero Point

গ্রেফতার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলে

E Zero Point

মতামত দিন