04/12/2023 : 6:25 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পরিযায়ী যুবকের করোনা পজিটিভ গলসিতে

শেখ নিজাম আলমঃ গলসি থানার পুরসা গ্রামে ২৩ বছরের এক যুবক করোনা আক্রান্তে পজিটিভ বলে জানা গেছে। জানা যায়, ১০ দিন আগে কর্ণাটক থেকে বাসে এসেছিল এই যুবক। পুরসা স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা প্রথমে পুরসা স্বাস্থ্য কেন্দ্রে খবর দেয়। যেহেতু সে পারিযায়ী শ্রমিক ছিল তাই সন্দেহজনক ভাবে তাকে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই স্বাস্থ্য কেন্দ্রের বি,এম,ও,এইচ ফারুক হোসেন জানান, তার পজিটিভ রেজাল্ট এসেছে। খবর পেয়ে গলসি থানার পুলিশ তার বাড়ীর চারদিকে বাঁশ দিয়ে ঘিরে দেয়। যাতে গ্রামের মানুষ ঐ পথ দিয়ে যাতায়াত করতে না পারে,তারজন্য গন্তব্যস্থলে পুলিশ ও সিভিক পুলিশ রাখা হয়েছে। জানা যায়,এই গ্রামের অন্য পাড়ার আরও ২ জনকে এলাকার কোয়ারেন্টে রাখা হয়েছে। তারাও পারিযায়ী শ্রমিক বলে জানা যায়। বর্তমানে পজিটিভ পেসেন্টকে দুর্গাপুর কেভিড হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

বাতিল কলেজ ও বিশ্ববিদ্যালয়র পরীক্ষাঃ এক নজরে উচ্চশিক্ষা দফতরের সুপারিশ

E Zero Point

পরিযায়ী শ্রমিকের বাচ্চাদের বই বিতরণ

E Zero Point

চলন্ত মারুতি গাড়িতে আগুন মেমারিতে, প্রাণে বাঁচলেন যাত্রীরা

E Zero Point

মতামত দিন