শেখ নিজাম আলমঃ গলসি থানার পুরসা গ্রামে ২৩ বছরের এক যুবক করোনা আক্রান্তে পজিটিভ বলে জানা গেছে। জানা যায়, ১০ দিন আগে কর্ণাটক থেকে বাসে এসেছিল এই যুবক। পুরসা স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীরা প্রথমে পুরসা স্বাস্থ্য কেন্দ্রে খবর দেয়। যেহেতু সে পারিযায়ী শ্রমিক ছিল তাই সন্দেহজনক ভাবে তাকে পুরসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই স্বাস্থ্য কেন্দ্রের বি,এম,ও,এইচ ফারুক হোসেন জানান, তার পজিটিভ রেজাল্ট এসেছে। খবর পেয়ে গলসি থানার পুলিশ তার বাড়ীর চারদিকে বাঁশ দিয়ে ঘিরে দেয়। যাতে গ্রামের মানুষ ঐ পথ দিয়ে যাতায়াত করতে না পারে,তারজন্য গন্তব্যস্থলে পুলিশ ও সিভিক পুলিশ রাখা হয়েছে। জানা যায়,এই গ্রামের অন্য পাড়ার আরও ২ জনকে এলাকার কোয়ারেন্টে রাখা হয়েছে। তারাও পারিযায়ী শ্রমিক বলে জানা যায়। বর্তমানে পজিটিভ পেসেন্টকে দুর্গাপুর কেভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট