29/03/2024 : 12:05 AM
ই-জিরো পয়েন্টইভেন্ট

আজ জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা সেখ আনসার আলির জন্মদিন

স্বদেশ মজুমদারঃ আজ ১ জুন জিরো পয়েন্ট-এর প্রতিষ্ঠাতা সেখ আনসার আলির জন্মদিন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হওয়ার কথা ছিল কিন্তু লকডাউনের ফলে তা সম্ভব হয়ে ওঠেনি। আজ সকালে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রধান সম্পাদক আঞ্জুমনোয়ারা আনসারী ও সাংস্কৃতিত সমিতির প্রধান কমলেশ মন্ডল ও বর্তমান সম্পাদক আনোয়ার আলির উপস্থিতিতে নিজ বাসভবনে সেখ আনসার আলির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে পালন করা হয়।

দীর্ঘ ৩২ বছর ধরে প্রকাশিত পাক্ষিক সংবাদ পত্র জিরো পয়েন্ট, ২০ বছর ধরে মেমারিতে আয়োজিত সাহিত্য আড্ডা ও ১৫ বছর ধরে জিরো পয়েন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও নজরুল উৎসবের রুপকার ছিলেন সেখ আনসার আলি। গত বছর ১৭ মার্চ ব্রেন স্ট্রোকে তিনি তার পার্থিব দেহ ত্যাগ করলেন। কিন্তু তার ভাবধারা বহন করে নিয়ে চলেছে তার পরিবার সহ জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা কমিটি।

আজ জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা থেকে অনলাইনে তার জন্মদিন পালন করার উদ্যোগ নেওয়া হল।


জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার সাংস্কৃতিত সমিতির প্রধান বিশিষ্টবাচিক শিল্পী ও শিক্ষক কমলেশ মন্ডল

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রধান সম্পাদক ও প্রয়াত সেখ আনসার আলির সহধর্মীনি আঞ্জু মনোয়ারা আনসারী

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক শুভাশিস মল্লিক

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার কোষাধক্ষ্য ও সাহিত্যিক অর্পিতা চ্যাটার্জী

বিশিষ্ট সাহিত্য-সংবাদ পত্রিকা কলমের মুখ-এর সম্পাদক পার্থসখা অধিকারী

জিরো পয়েন্ট পাবলিকেশনের সহ-প্রকাশক ও সেখ আনসার আলির পুত্রবধূ বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলি


জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার সদস্য ও লেখিকা সৈয়দ সেরিনা

Related posts

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – প্রথম পর্ব

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

মতামত দিন