শেখ নিজাম আলমঃ গলসী-২ ব্লকের লকডাউনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো’র সঙ্গেই, আমফান -এ ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের চার জেলার জন্য অর্থ সংগ্ৰহ করা হল আজ। গলসী ২ এড়িয়া কমিটির অন্তর্গত কুলগড়িয়াচটি বা কুলগড়িয়া বাজারে। এই সংগ্রহের সময় মানুষ নিজে থেকে উৎসাহিত হয়ে তাদের সাধ্যমত দান করলেন। তাদের এই উৎসাহ অনুপ্রানিত করে বলে জানা যায়। সারা ভারত কৃষকসভার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে এই অর্থ সংগ্রহ করা হয়।
পূর্ববর্তী পোস্ট